রামনবমীতে কোন কোন গাড়ি চলতে পারবে না? যান চলাচলে বিধিনিষেধ জারি কলকাতা পুলিশের
হিন্দুস্তান টাইমস | ০৪ এপ্রিল ২০২৫
আগামী রবিবার চলাচলের উপরে নিষেধাজ্ঞা থাকছে। তাছাড়া আর কোনওরকমের বিধিনিষেধ জারি করা হয়নি।
১) রবিবার বেলা ১২ টা থেকে মধ্যরাত ১২ টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচলের উপরে নিষেধাজ্ঞা থাকছে। তবে সেই বিধিনিষেধের আওতায় থাকছে না এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট, অক্সিজেন, আনাজ, ফল, দুধ, মাছ এবং ওষুধ বহনকারী গাড়ি। অর্থাৎ ওই গাড়িগুলি চলতে পারবে।
২) ডিউটিরত ট্র্যাফিক পুলিশ যদি প্রয়োজন মনে করেন, তাহলে শোভাযাত্রার রুটে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে পারেন বা বন্ধ রাখতে পারেন বা গাড়ি ঘুরিয়ে দিতে পারেন।
৩) যদি ডিউটিতে থাকা ট্র্যাফিক পুলিশ মনে করেন, তাহলে ফিডার রোড বা অন্যান্য রোডেও গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে পারেন।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বাকি ১০টি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
আর রামনবমীতে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। আবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।