• ফালাকাটায় বিশেষ চাহিদাসম্পন্ন নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত
    বর্তমান | ০৪ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, ফালাকাটা: গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে বিশেষভাবে সক্ষম এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে এক বৃদ্ধের বিরুদ্ধে। বছর পনেরোর নাবালিকাকে ভুট্টা খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। আর এ ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ফালাকাটা ব্লকে। পরে অভিযুক্তকে ধরে পুলিসের হাতে তুলে দেন এলাকার মহিলারা। 

    স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ঠ্যাং ভাঙা বাজারের বাসিন্দা বয়স ৬৫’র পরেশ বর্মন এদিন দুপুরে বিশেষ চাহিদাসম্পন্ন নাবালিকাকে পাশের ভুট্টা খেয়ে নিয়ে যায়। সেই সময় পাশের বাড়ি এক মহিলা বাড়ির ছাদে যান। তাঁর নজরে বিষয়টি এলে তিনি বাকি মহিলাদের জানান। অভিযুক্তকে ধরতে লাঠি নিয়ে মহিলারা খেতের দিকে যান। অভিযুক্ত বিষয়টি বুঝতে পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ২০০ মিটার দূরে গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে প্রাণে বাঁচতে আশ্রয় নেয়। মহিলারা ভুট্টা খেত খুঁজলেও অভিযুক্তর খোঁজ না মেলায় কয়েকজন প্রধানের বাড়ির দিকে যান। অভিযুক্তকে প্রধানের বাড়িতে দেখতে পেয়ে মহিলারা প্রধানের বাড়ি ঘিরে ফেলেন এবং অভিযুক্তকে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে প্রধান থানায় বিষয়টি জানান। পরে পুলিস এসে পরিস্থিতি সামাল দিয়ে অভিযুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে বিশেষভাবে সক্ষম নাবালিকার মা গোটা ঘটনার বিবরণ দিয়ে থানায় লিখিত অভিযোগ করেন। পঞ্চায়েত প্রধানের স্বামী নীতিশ বর্মন বলেন, এর আগেও ওই ব্যক্তির নামে অভিযোগ উঠেছিল। এদিন মহিলারা হাতেনাতে ধরে ফেলেন। পরে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। ফালাকাটা থানার আইসি শমিত তালুকদার বলেন, নাবালিকাকে ডাক্তারি পরীক্ষায় পাঠিয়ে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)