বিজেপি-শূন্য ডুয়ার্স গড়তে এমাস থেকেই ঝাঁপাতে চলেছেন বারলা
বর্তমান | ০৪ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বিজেপি-শূন্য ডুয়ার্স গড়তে চলতি মাসের মাঝামাঝি থেকেই ময়দানে ঝাঁপাতে চলেছেন একদা গেরুয়া শিবিরের ‘সম্পদ’ জন বারলা। ‘২০২৬ বিজেপি ফিনিশ’ এই স্লোগানকে সামনে রেখে চা বলয় দিয়েই নিজের শক্তি প্রদর্শনে নামছেন ওই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। আগামী বিধানসভা ভোটে ডুয়ার্সে পদ্মপার্টি গো-হারা হারবে বলেও কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপির এই প্রাক্তন সাংসদ। বৃহস্পতিবার দিল্লি থেকে টেলিফোনে তিনি বলেন, আলিপুরদুয়ারে বিধানসভার পাঁচটি আসন রয়েছে। সবক’টিতেই বিজেপি হারবে। জলপাইগুড়ি জেলাতেও ওদের কোনও আসনে জিততে দেব না। ডুয়ার্সে বিজেপিকে ফিনিশ করাই আমার টার্গেট। তিনি বলেন, স্ত্রী অসুস্থ। তাঁকে নিয়ে এখন দিল্লির এইমসে রয়েছি। সব ঠিকঠাক থাকলে আগামী ১০ এপ্রিল বাড়ি ফিরব। তারপর থেকেই ময়দানে ঝাঁপাব। চা বলয় দিয়েই কাজ শুরু করব। ডুয়ার্সের প্রতিটি চা বাগানে আমার লোক রয়েছে। তাঁদের জোটবদ্ধ করেই লড়াইয়ের জমি তৈরি করা হবে।
এদিকে, বিজেপি-মুক্ত ডুয়ার্স গড়ার ডাক দেওয়ায় বারলার বিরুদ্ধে পাল্টা তোপ দাগতে ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক বিপ্লব দাস বলেন, আমার মনে হয়, জন বারলা টেনশনে আছেন। সেকারণে তিনি উল্টোপাল্টা বলছেন। তাঁর কটাক্ষ, বিজেপিকে ফিনিশ করতে গিয়ে বারলা নিজেই ফিনিশ হয়ে যাবেন না তো?
আগামী বিধানসভা নির্বাচনকে ‘পাখির চোখ’ করে বারলা ময়দানে ঝাঁপানোর প্রস্তুতি নিলেও তিনি নতুন কোনও দলে পা রাখছেন কি না, তা অবশ্য এদিন স্পষ্ট করেননি বারলা। তাঁর মন্তব্য, খুব শীঘ্রই সবটা স্পষ্ট হয়ে যাবে। তবে জানিয়ে দিয়েছেন, গত লোকসভা নির্বাচনের সময় থেকে তিনি বিজেপির সঙ্গে নেই। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের প্রশংসা শোনা গিয়েছে প্রাক্তন বিজেপি সাংসদের গলায়।
আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গার নাম করে এদিনও তোপ দেগেছেন বারলা। বলেন, গত লোকসভা ভোটের আগে আমার বিরুদ্ধে বিজেপি নেতৃত্বের কাছে কান ভাঙানি দিয়েছে মনোজ। সেকারণেই আমাকে টিকিট দেওয়া হয়নি। তার ফল পদ্মপার্টি বুঝতে পেরেছে। লোকসভায় আলিপুরদুয়ারে আড়াই লাখের জয়ের মার্জিন ৭৫ হাজারে নেমে এসেছে। মাদারিহাট বিধানসভা উপ নির্বাচনে বিজেপি হেরেছে।
এবার ২০২৬-এ ডুয়ার্সে বিজেপিকে ধরাশায়ী করাই আমার টার্গেট। বিজেপি উন্নয়ন-বিরোধী বলেও এদিন তোপ দেগেছেন বারলা। তাঁর তোপ, আমি আলিপুরদুয়ারে হাসপাতাল করতে চেয়েছিলাম। বিজেপি করতে দেয়নি।
এ প্রসঙ্গে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন, জন বারলা আনুষ্ঠানিকভাবে কখনও দলে যোগ দেননি। তবুও বিজেপি তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী বানিয়েছে। মান-সম্মান, পরিচিতি দিয়েছে। কিন্তু গত লোকসভায় টিকিট না পাওয়ার কারণে সমানে তিনি দলের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছেন। এটা কাম্য নয়। হাসপাতাল নিয়ে মনোজের বক্তব্য, বারলা যে হাসপাতাল করতে চেয়েছিলেন, তার কোনও কাগজপত্র আছে? কোনও মউ হয়েছে? মানুষকে বিভ্রান্ত করার জন্যই এসব বলছেন।