গাজোলের কদুবাড়িতে যাত্রী প্রতীক্ষালয়ে দাঁড়াচ্ছে না যান, রোদে ভোগান্তি যাত্রীদের
বর্তমান | ০৪ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গাজোলের কদুবাড়ির যাত্রী প্রতীক্ষালয়গুলিতে দাঁড়াচ্ছে না যানবাহন। যাত্রীদের অভিযোগ, ১২ নম্বর জাতীয় সড়কের ট্রাফিক সিগন্যাল সংলগ্ন এলাকায় কিছুক্ষণ থামছে বাস বা অন্য যান। এর ফলে তীব্র গরমে খোলা আকাশের নীচে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। মালদহ বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ রায় বলেন, সিগন্যালের কাছেই সরকারি বাস, আমাদের গাড়ি দাঁড়ায়। আমাদের নির্দেশ দিলেই যাত্রী প্রতীক্ষালয়ে দাঁড়াব। তবে সব যানবাহনকে সেখানে দাঁড়াতে হবে।
এনবিএসটিসির মালদহের ইনচার্জ মলয় সরকার বলেন, ওখানে যাত্রী প্রতীক্ষালয় কিছুটা দূরে রয়েছে। শুধু সরকারি নয়, কোনও বাস দাঁড়ায় না।
যাত্রীরা যদি প্রতীক্ষালয়ে দাঁড়ান, সেখানেই বাস দাঁড়াবে। কাজের সূত্রে উত্তর দিনাজপুর থেকে গাজোলে আসেন তইফুদ্দিন এবং রবিউদ্দিন মিঞা। তাঁরা বলেন, আমরা রায়গঞ্জ যাব।
রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে অসুবিধা হয়। সিগন্যালের কাছে বাস থামে। সেখানে যাত্রী প্রতীক্ষালয় নেই। দূরে যাত্রী প্রতীক্ষালয়ে বাস থামে না। আরও এক বাসিন্দা সঞ্জিত সরকারের কথায়, যাত্রী প্রতীক্ষালয়ের সামনে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে। সেজন্য আমরা সিগন্যালের কাছে দাঁড়িয়ে বাস ধরি।
গাজোল ট্রাফিক পুলিসের ইনচার্জ হৃদয় ঘোষ বলেন, জাতীয় সড়কের যাত্রী প্রতীক্ষালয়গুলি স্ট্যান্ড থেকে দূরে রয়েছে বলে এমনটা হচ্ছে।
১২ নম্বর জাতীয় সড়কের সাইট ইঞ্জিনিয়ার বিকাশ কুমার নাগের মন্তব্য, সিগন্যালে মানুষের মুভমেন্ট হলে অসুবিধা হয়। সেজন্য সাধারণত দূরেই হয় যাত্রী প্রতীক্ষালয়। দূরে বাস থামার কথা আমরা রোড সেফটি মিটিংয়ে বলেছিলাম। নিজস্ব চিত্র