• কাটোয়ায় টোটোর দৌরাত্ম্যে লাগাম, হলোগ্রাম স্টিকার লাগাচ্ছে প্রশাসন
    বর্তমান | ০৪ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, কাটোয়া: কাটোয়া শহরে টোটোর দৌরাত্ম্যে লাগাম টানতে বড়সড় পদক্ষেপ করল মহকুমা পুলিস-প্রশাসন। শহরে টোটোগুলিতে এবার  হলোগ্রাম স্টিকার সাঁটানো হল। স্টিকার না থাকলে টোটো রাস্তায় নামানো যাবে না। কাটোয়া ও দাঁইহাট দুই শহরে টোটো চালকদের তালিকা তৈরি করা হয়েছে। স্টিকারে মালিকের ছবি লাগানো থাকছে। কিউআর কোড স্ক্যান করলেই টোটোর মালিকের তথ্য জানা যাবে। বৃহস্পতিবার থেকেই টোটোগুলিতে হলোগ্রাম স্টিকার সাঁটা শুরু হয়েছে। 

    কাটোয়া আঞ্চলিক পরিবহণ দপ্তরের এআরটিও অরুণাভ শর্মা বলেন, টোটোর হলোগ্রাম স্টিকার সাঁটা হল। ওই স্টিকারেই টোটো চালকদের ছবি দেওয়া থাকবে। এখন কয়েকদিন ধরেই স্টিকার সাঁটার কাজ চলবে। পুরসভা, পুলিস ও মহকুমা প্রশাসনের পরবর্তী বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে বাকি টোটোগুলির কী হবে।

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কাটোয়া শহরে হলোগ্রাম স্টিকার পাওয়ার জন্য ৯০৮ জন আবেদন জানিয়েছিলেন। তারমধ্যে কাটোয়া পুর এলাকায় ৭৪৭টি টোটোকে হলোগ্রাম স্টিকার দেওয়া হচ্ছে। ১১৫টি টোটো নানা কারণে বাদ পড়েছে। ৪৬ জন হলোগ্রামের জন্য আবেদন করেও নেননি। এদিন প্রায় ১৪৪ জনকে হলোগ্রাম দেওয়া হয়েছে। দাঁইহাট শহরের ২৯৭ জন আবেদন জানিয়েছিলেন। প্রত্যেককেই হলোগ্রাম স্টিকার দেওয়া হবে। 

    কাটোয়া ও দাঁইহাট মিলে প্রায় সাড়ে ১১০০ টোটো চলাচল করে। কাটোয়ায় টোটোর রাশ টানতে আগে পুলিস স্টিকার দিয়েছিল। কিন্তু তাতে কাজ হয়নি। এবার হলোগ্রাম স্টিকার দেওয়ার ফলে নির্দিষ্ট সংখ্যক টোটো শহরজুড়ে চলাচল করতে পারবে। এর আগে পরিবহণ দপ্তরের অফিসাররা টোটোর বৈধ কাগজপত্র পরীক্ষা করে তবেই তাদের নাম নথিভুক্ত করেছিলেন। দুই পুরসভা থেকেই হলোগ্রাম স্টিকার দেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন করা হবে যার নামে, টোটো থাকবে তার নামেই। অন্যজনের টোটো নিয়ে রেজিস্ট্রেশন করানো যাবে না। বর্তমানে অনুমতিবিহীন শ’য়ে শ’য়ে টোটো চলছে শহরের অলিগলিতে। যত্রতত্র ব্যঙের ছাতার মতো গজিয়ে উঠছে বেআইনি টোটো স্ট্যান্ড। অনুমতিবিহীন টোটোর দাপটে কাটোয়া শহরের রাস্তায় ব্যাপক যানজট হচ্ছে। কাটোয়া শহরের গৌরাঙ্গ ঘাট ছাড়াও শ্মশানঘাট, বল্লভপাড়া ঘাট সহ একাধিক স্নানের ঘাটে মানুষের ভিড় হয়। আর প্রতিটা ঘাটের রাস্তায় নিয়ন্ত্রণহীন টোটো চলাচলে যানজটের সৃষ্টি করে। প্রত্যেকেই অভিযোগ করছেন, যেভাবে শহরে টোটোগুলি দাপাদাপি করেছে তাতে সমস্যা আরও বাড়বে। এমনকী ইচ্ছা মতো ভাড়া নিচ্ছে। শহরের রাস্তায় কতগুলি টোটো চলাচল করবে তা আগে পুরসভা নম্বর দিয়ে ঠিক করে দিয়েছিল। অভিযোগ, শহরের রাস্তায় তার থেকে বেশি সংখ্যক টোটো চলছে। হাজারের বেশি টোটো রাস্তার অলিগলিতে দাপাদাপি করছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)