• অবৈধ নির্মাণ: সার্ভে শুরু সিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুরে
    বর্তমান | ০৪ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: অবশেষে অবৈধ নির্মাণ ইস্যুতে নড়েচড়ে বসল সিউড়ি মহকুমার অধীন তিনটি পুরসভা। কোন পুরসভা এলাকায় কত সংখ্যক নির্মাণ অবৈধ, তা খতিয়ে দেখতে পৃথকভাবে শুরু হয়েছে সার্ভের কাজ। পুরসভাগুলির তরফে জানা গিয়েছে, সার্ভে করে অবৈধ নির্মাণের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হবে। এরপর প্রতিটি ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। ইতিমধ্যে দুবরাজপুর পুরসভার তরফে বেশ কয়েকটি নির্মাণের ক্ষেত্রে নিয়ম না মানার অভিযোগ উঠেছে। সেগুলিকে চিহ্নিত করে পুরসভার তরফে বাড়ির মালিকদের নোটিসও পাঠানো হয়েছে। অতি দ্রুত অন্যান্য অবৈধ নির্মাণগুলিকে চিহ্নিত করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। যদিও বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে, এসবই লোক দেখানো। এদিকে অবৈধ নির্মাণ ইস্যুতে সিউড়ির মহকুমা শাসক সুপ্রতীক সিনহা বলেন, অনেক ক্ষেত্রেই অনুমোদন ছাড়া বহুতল নির্মাণ করা হচ্ছে। অবৈধ নির্মাণ চিহ্নিতকরণের কাজ দ্রুত শেষ করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রয়োজনে জরিমানা সহ অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে। অবৈধ নির্মাণ ইস্যুতে বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত সরগরম হয়েছে। বেশকিছু দিন আগে সাঁইথিয়া পুরসভা এলাকাতে একটি অবৈধ নির্মাণ চিহ্নিত করে তা ভেঙে ফেলা হয়েছিল। এবার ফের সাঁইথিয়া পুরসভা অবৈধ নির্মাণের তালিকা তৈরির কাজ শুরু করেছে। সেইসঙ্গে সিউড়ি ও দুবরাজপুর পুরসভা কর্তৃপক্ষও তালিকা তৈরিতে জোর দিয়েছে। সেক্ষেত্রে শুরুতেই খতিয়ে দেখা হচ্ছে শহরাঞ্চলে গড়ে উঠা বসত বাড়িগুলি বিল্ডিং প্ল্যান অনুসারে তৈরি হয়েছে কি না। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিও পুরসভার আতস কাচের তলায় রয়েছে। সেইসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে জমির চরিত্র বদল (কনভার্সন) ছাড়াই কোনও বসতবাড়ি বা অন্য কোনও জমিতে ব্যবসায়িক ভবন গড়ে তোলা হয়েছে কি না। এছাড়াও সংশ্লিষ্ট পুরসভার অনুমোদন ছাড়া কোনও নির্মাণ কাজ হলে সেগুলিকেও চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। 

    বর্তমান সময়ে অনলাইন আবেদনের মাধ্যমে বিল্ডিং প্ল্যানের অনুমতি মিলছে। যদিও বিভিন্ন সময় অভিযোগ উঠছে, পুরসভার তরফে সুনির্দিষ্ট নিয়ম অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না। এছাড়াও অতীতে শেষ হওয়া নির্মাণ কাজেও বহু ক্ষেত্রে গলদ প্রকাশ্যে এসেছে। কোথাও সরকারি জমি, ড্রেন ও রাস্তার উপরও নির্মাণ কাজ করার অভিযোগ প্রকাশ্যে আসছে। সবটাই অবশ্য পুরসভা কর্তৃপক্ষগুলি সরেজমিনে খতিয়ে দেখতে চাইছে। এক্ষেত্রে সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, অবৈধ নির্মাণের ক্ষেত্রে কোনও রেয়াত করা হবে না। দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে বলেন, জমির চরিত্র বদল না করেই অনেকে নির্মাণ কাজ করেছেন। তাঁদের নোটিস পাঠানো হয়েছে। এরপরও জমির চরিত্র বদলের ক্ষেত্রে কোনও উদ্যোগ নজরে না এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাঁইথিয়া পুরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত বলেন, অতীতেও অবৈধ নির্মাণ ইস্যুতে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল। পুনরায় সার্ভে শুরু হয়েছে। বীরভূম জেলা বিজেপির সহ সভাপতি দীপক দাস বলেন, সবটাই লোক দেখানো। এই সার্ভে যথোপযুক্ত নয়। মিউনিসিপ্যাল বিল্ডিং রুলস অনুযায়ী প্ল্যান পাস ও সার্ভে হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
  • Link to this news (বর্তমান)