পিচ ঢালা রাস্তা হবে অশোকনগরে কাটবে বেহাল দশা, বরাদ্দ ৬ কোটি
বর্তমান | ০৪ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: এবার উত্তর ২৪ পরগনায় বাংলা গ্রামীণ সড়ক যোজনার আওতায় ৬ কোটিরও বেশি টাকা ব্যয়ে তৈরি হবে রাস্তা। বৃহস্পতিবার সেই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ন’মাসের মধ্যে রাস্তা তৈরির কাজ শেষ করা হবে।
অশোকনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ঈশ্বরীগাছা থেকে নুরপুর পর্যন্ত প্রায় সাত কিলোমিটারের বেশি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। দুর্ঘটনা এখানে নিত্যদিনের ঘটনা। দিনে কোনওরকমে যাতায়াত করা গেলেও রাতে গাড়ি চালানো ঝুঁকির কাজ। তাই রাস্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ বাড়ছিল। স্থানীয় মানুষ এ নিয়ে বারে বারে পঞ্চায়েত বা জেলা প্রশাসনের দ্বারস্থ হলেও এতদিন কোনও কাজ হয়নি। অবশেষে রাজ্য সরকারের তহবিল টাকায় ৭.২৩ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি পিচ করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তাটি হবে ৫.৫ মিটার চওড়া। এই কাজে ব্যয় হবে ৬ কোটি ১৬ লক্ষ ২৬ হাজার টাকা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে সভাধিপতি ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গুপি মজুমদার, পঞ্চায়েত প্রধান দীপক কাহার, উপপ্রধান শহিদুল ইসলাম সহ অন্যান্যরা।
এই রাস্তা বেড়াবাড়ি পঞ্চায়েতের লাইফ লাইন বলে পরিচিত। এই রাস্তার উপর নির্ভর করে প্রায় ২০টি গ্রামের মানুষ। বেড়াবেড়ি, রঘুনাথপুর, সালারহাট, চণ্ডীগাছা, নুরপুর সহ বিস্তীর্ণ এলাকার মানুষ বেহাল রাস্তার কারণে নিত্যদিন সমস্যার মধ্যে পড়েন। বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, কাজটা অনেকটা বড়। তাই কিছুটা দেরি হয়েছে। তবে কাজের গুণগতমান বজায় রেখে আগামী ন’মাসের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে ঠিকাদারকে।