আগ্নেয়াস্ত্র হাতে যুবকের ছবি ভাইরাল নৈহাটিতে রাজনৈতিক চাপানউতোর
বর্তমান | ০৪ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বরানগর: বাম হাতে ধরা রয়েছে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। ডান হাতে বেশ কয়েক রাউন্ড গুলি। বাম উরুর উপর রাখা রয়েছে আরও দু’টি ‘ওয়ান শটার’। নৈহাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের গৌরীপুর এলাকার যুবক সাহিল আলমের এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেই সঙ্গে ভাইরাল হয়েছে সাহিলের সঙ্গে একটি অনুষ্ঠানে উপস্থিত নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় এবং সিআইসি (চেয়ারম্যান ইন কাউন্সিল) রাজেন্দ্র গুপ্তার ছবি। ফলে স্বভাবতই বিষয়টি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, সাহিল আলম তৃণমূলেরই কর্মী। তবে তৃণমূল নেতৃত্বের দাবি, সাহিলের সঙ্গে তাঁদের দলের কোনও সম্পর্ক নেই। ওই যুবক কীভাবে একাধিক আগ্নেয়াস্ত্র পেল, ছবিটি কবেকার এবং কোথায় তোলা হয়েছিল—এসব বিষয় জানতে তদন্ত শুরু করেছে পুলিস। ওই যুবকের সঙ্গে বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারিদের কোনও যোগসাজশ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাহিলের বন্দুক হাতে ছবিটি তুলেছিল তার ঘনিষ্ঠরাই। সাহিলের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগও রয়েছে। এলাকার একটি অনুষ্ঠানে সেই সাহিলের সঙ্গে তৃণমূল নেতৃত্বের ছবি ছিল। এসব ছবি তৃণমূলেরই বিরুদ্ধ গোষ্ঠী ভাইরাল করতে শুরু করে। এই সুযোগ কাজে লাগাতে মাঠে নেমে পড়ে বিরোধীরাও। এ বিষয়ে নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দে বলেন, ‘সাহিল আলমের বাড়ি উত্তরপ্রদেশে। এখানে গৌরীপুর এলাকায় থাকে। এই ছবিটা পুরনো। পুরসভার চেয়ারম্যান ও চেয়ারম্যান ইন কাউন্সিল কোনও একটি সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে কে রয়েছে, সেটা তাদের পক্ষে জানা সম্ভব নয়। তৃণমূলকে কালিমালিপ্ত করতেই দু’টো আলাদা ছবি জুড়ে দিয়ে সমাজমাধ্যমে ভাইরাল করা হয়েছে। সাহিল আলমের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। বিজেপি এটা নিয়ে কুৎসা করছে।’ পাল্টা নৈহাটি বিধানসভা এলাকার বিজেপি নেতা বিনোদ সাউ বলেন, ‘তৃণমূলের নেতাদের প্রশ্রয়েই সাহিল আলমের মতো অল্পবয়সি তৃণমূল কর্মীরা হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপট দেখাচ্ছে। এলাকা সন্ত্রাসের মুক্তাঞ্চল হয়ে রয়েছে এদের জন্য। পুলিস-প্রশাসনের মদতেই দিনের পর দিন চলছে এই দাপট। সাধারণ মানুষ চরম আতঙ্কে রয়েছে।’