নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রামনবমী নিয়ে অত্যন্ত সতর্ক লালবাজার। যেকোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া বার্তা দেওয়া হয়েছে বাহিনীকে। একইসঙ্গে শহরের শোভাযাত্রাগুলির আয়োজকদেরও বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। লালবাজারের পদস্থ কর্তারা জানিয়েছেন, ৬ এপ্রিল রামনবমী উপলক্ষ্যে কলকাতা শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শোভাযাত্রা থেকে কোনও উস্কানিমূলক মন্তব্য করা যাবে না বলে আয়োজকদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় থানার অফিসাররা আয়োজকদের সঙ্গে বৈঠক করে এই বিষয়টি স্পষ্ট করেছেন। শোভাযাত্রায় কী করা যাবে এবং কী করা যাবে না, সে সম্পর্কেও আয়োজকদের বিশদে জানানো হয়েছে। পুলিসের নির্দেশ অনুযায়ী, মিছিলগুলিতে কোনওরকম অস্ত্র ও বাইক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শহরে তিন থেকে চারটি বড় মিছিল বেরনোর কথা। সেগুলিকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে। পুলিসের তরফে জানানো হয়েছে, প্রতিটি মিছিলের সঙ্গে পর্যাপ্ত বাহিনী মোতায়েন থাকবে এবং মিছিলগুলিকে এসকর্ট করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে ডেপুটি কমিশনার ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররাও রাস্তায় থাকবেন। তাঁদের অধীনে বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি, মিছিলের রুটগুলিতে বসানো হবে পুলিস পিকেট। জানা গিয়েছে, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে যাত্রাপথ পরিবর্তন করাও হতে পারে।