• ১ মাসে ৫০ শতাংশ কাজ সম্পন্ন, সল্টলেকে ১৪টি ওয়ার্ডে রাস্তা সংস্কারে জোর বিধাননগর পুরসভার
    বর্তমান | ০৪ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ২৮ থেকে ৪১ নম্বর, তিন মার্চ থেকে সল্টলেক শহরের এই ১৪টি ওয়ার্ডে রাস্তা সংস্কার শুরু হয়েছে। বরাদ্দ ২৫ কোটি টাকা। এক মাস ধরে বেশিরভাগ জায়গায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। কোথাও কোথাও হয়েছে ৪০ শতাংশ। বিধাননগর পুরসভার দাবি, সংস্কারের দিকে বিশেষ জোর দেওয়া হয়েছে। গুণগতমান এবং সঠিক প্রক্রিয়া মেনে কাজ হচ্ছে কি না, তার দিকেও নজর দেওয়া হয়েছে। যাতে রাস্তা দ্রুত নষ্ট না হয়ে যায়, যাঁরা বরাত পেয়েছেন, তাঁদেরও সেই নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভার দাবি, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে সব রাস্তার কাজ সম্পন্ন হয়ে যাবে।

    বিধাননগর পুরসভায় রয়েছে ৪১টি ওয়ার্ড। এই পুর এলাকায় তিনটি বিধানসভা রয়েছে। বিধাননগর, রাজারহাট-গোপালপুর এবং রাজারহাট-নিউটাউন। ওয়ার্ডের বিন্যাস অনুযায়ী, বিধাননগর বিধানসভায় ১৪টি, রাজারহাট-গোপালপুর বিধানসভায় ১৬টি এবং রাজারহাট-নিউটাউন বিধানসভায় রয়েছে ১১টি ওয়ার্ড। বিধাননগর বিধানসভার এই ১৪টি ওয়ার্ড নিয়েই সল্টলেক শহর। সল্টলেক শহরের বহু রাস্তা অনেকদিন ধরেই খারাপ হয়ে রয়েছে। রাস্তা সংস্কারের দাবি নিয়ে পুরসভায় বহুবার আলোচনাও হয়েছে। সম্প্রতি সল্টলেকের ২৮ থেকে ৪১ নম্বর, এই ১৪টি ওয়ার্ডের রাস্তা সংস্কার করার জন্য রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর ২৫ কোটি টাকা বরাদ্দ করেছে।

    তিন মার্চ আনুষ্ঠানিকভাবে বিধাননগরের বিধায়ক ও রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু ও বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী রাস্তার কাজের সূচনা করেছিলেন। ২৮ নম্বর ওয়ার্ডের নয়াপট্টি এলাকায় মূল অনুষ্ঠানটি হয়েছিল। তারপর থেকে বাকি ওয়ার্ডগুলিতেও কাজ শুরু হয়। রাস্তার কাজ নিয়ে মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, সব জায়গায় কাজ শুরু হতে উদ্বোধনের পর আরও পাঁচ-ছ’দিন দেরি হয়েছিল। তবে সব জায়গায় গুরুত্ব দিয়ে কাজ চলছে। ইতিমধ্যেই ৪০-৫০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। আমরা আশা করছি, দেড় মাসের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে। রাস্তা যাতে ভালোভাবে তৈরি করা হয়, সে ব্যাপারেও ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)