• বসিরহাটে শ্যুটআউট! দুষ্কৃতীরা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বাঁচলেন যুবক
    বর্তমান | ০৪ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: বসিরহাটে শ্যুটআউট! অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন রেজাউল গাজি নামের এক যুবক। গতকাল, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার ন্যাজাট রোডের পিফা এলাকায়। জানা গিয়েছে, গতকাল রাতে একটি চায়ের দোকানের সামনে বসেছিলেন ওই যুবক। সেই সময় এলাকার কুখ্যাত দুষ্কৃতী আলকাব মালি, তার দু’জন সঙ্গীর সঙ্গে বাইকে করে এসে রেজাউলকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায়, প্রাণে বেঁচে যান রেজাউল। তারপরেই তিনি চিৎকার করলেই স্থানীয়রা ছুটে আসে। তা দেখে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপরেই এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে এলাকাবাসীরা। দীর্ঘ কয়েক ঘণ্টা রাস্তা অবরোধ চলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। অবরোধকারীদের সঙ্গে কথা বলেন তাঁরা। শেষে পুলিসের আশ্বাসেই অবরোধ উঠে যায়। কিন্তু কী কারণে রেজাউলের উপর হামলা চালাল দুষ্কৃতীরা, সেটাই কেউ বুঝে উঠতে পারছে না। তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)