• নবান্নে ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক মমতার
    দৈনিক স্টেটসম্যান | ০৪ এপ্রিল ২০২৫
  • প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের সুপ্রিম নির্দেশ আসার পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে নবান্নে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, শিক্ষাসচিব সহ রাজ্য সরকারের নিযুক্ত আইনজীবীরা।

    জানা গিয়েছে, এই বৈঠকে সুপ্রিম কোর্টের রায় নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনার পরেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের জন্য মমতা বিজেপি ও সিপিএমকে আক্রমণ করেছেন। তিনি মনে করেন, এর দায় সম্পূর্ণ এই দুই রাজনৈতিক দলের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিতে পারছেন না মমতা। কিন্তু যেহেতু তিনি বিচারব্যবস্থাকে সম্মান করেন তাই এই রায়কে ইতিবাচক ভাবে দেখছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করার জন্য ব্রাত্য সহ অন্য আধিকারিকদের পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন তিনি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)