• ওয়াকফ বিল নিয়ে সরব মমতা, বৃন্দারা
    আনন্দবাজার | ০৪ এপ্রিল ২০২৫
  • কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিলকে সামনে রেখে বিভাজনের রাজনীতির তুললেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে সর্বাত্মক বিরোধিতার ডাক দিয়েছে সিপিএম-ও।

    মমতা বৃহস্পতিবার নবান্নে এই বিল সম্পর্কে বলেছেন, “এটা উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক ভাবে দেশকে বিভাজনের জন্য করা হয়েছে। বিজেপির নীতি, ‘ডিভাইড অ্যান্ড রুল’। এক দিন ওরা (বিজেপি) চলে যাবে। নতুন সরকার হবে। তখন আবার সংশোধনী পাশ হবে সংসদে।”

    মেরুকরণের লক্ষ্যেই কেন্দ্রের এই বিল বলে অভিযোগ তুলেছে সিপিএম-ও। মাদুরাইয়ে সিপিএমের পার্টি কংগ্রেসের দ্বিতীয় দিনে বিরতির ফাঁকে দলের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট বলেছেন, “কেন্দ্রের আসল উদ্দেশ্য আড়াল করতে মন্ত্রীরা অসত্য বলছেন। যে কোনও প্রতিষ্ঠানেই সংস্কারের সুযোগ আছে। যাঁরা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, তাঁদের সঙ্গে আলোচনা করে সেই সংস্কার প্রক্রিয়া চালাতে হবে। কিন্তু বিজেপি সংখ্যার জোরে বুলডোজ়ার চালাচ্ছে! যে যে মঞ্চে সম্ভব, সর্বত্র আমরা বিলের প্রতিবাদ করব।” রাজ্যসভায় ওয়াকফ বিলের উপরে বিতর্ক ও ভোটাভুটিতে অংশ নিতে পার্টি কংগ্রেস থেকে দিল্লি পাঠানো হয়েছে সিপিএমের সাংসদ বিকাশ ভট্টাচার্যকে। সিপিএমের আরও অভিযোগ, সংসদে অধিবেশনের একেবারে শেষ লগ্নে ওয়াকফ বিল আনা হয়েছে, যখন অনেক সাংসদই এই সময়টায় উপস্থিত থাকেন না। বিল বাতিলের দাবিতে দলের রাজ্য দফতর বিধান ভবনের সামনে থেকে মিছিল করেছে কংগ্রেসও। ছিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, কৃষ্ণা দেবনাথ প্রমুখ।

    মমতা-সিপিএম আঁতাঁত দাবি করে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য পাল্টা বলেছেন, “সিপিএমকে কোমা থেকে বার করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী!”
  • Link to this news (আনন্দবাজার)