গ্রেফতারির কারণ আইন মেনে জানাতে হবে অভিযুক্তকে, বলল ভবানী ভবন
আনন্দবাজার | ০৪ এপ্রিল ২০২৫
কোনও মামলায় অভিযুক্ত বা কাউকে গ্রেফতার করার আগে তাঁকে গ্রেফতারির কারণ জানাতে হবে। এমনকি, গ্রেফতার হওয়া অভিযুক্তের মনোনীত কোনও ব্যক্তিকেও লিখিত ভাবে সেই গ্রেফতারির কারণ জানাতে হবে বলে নির্দেশ জারি করেছে ভবানী ভবন। যদিও পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন, লিখিত ভাবে গ্রেফতারির কারণ জানানো নতুন বিষয় নয়। আইনে তার উল্লেখ রয়েছে। কিছু পুলিশ আধিকারিক তা মেনে চললেও অনেকেই তা মানেন না বলেও অভিযোগ।
রাজ্য পুলিশের তরফে বুধবার জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ৪৭ নম্বর ধারা অনুযায়ী, কারণ না জানিয়ে কাউকে গ্রেফতার করা যাবে না। সেই সঙ্গে ওই নির্দেশে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাই কোর্টের দু’টি রায়ের উল্লেখ করে সকল পুলিশ অফিসারকে তা মেনে চলতে বলা হয়েছে।
গত ১৪ মার্চ সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে নিউ ব্যারাকপুরের এক বাসিন্দাকে গ্রেফতার করেছিল পুলিশ। ওই বাসিন্দার জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তাঁর স্ত্রী। সেই মামলায় গত সপ্তাহে কলকাতা হাই কোর্ট জানায়, কোন অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে, তা অভিযুক্তকে জানানো দরকার। এর পরেই হাই কোর্ট ওই গ্রেফতারি বেআইনি আখ্যা দিয়ে অভিযুক্তকে জামিন দেওয়ার নির্দেশ দেয়। এর আগে গত বছর সুপ্রিম কোর্টও একই নির্দেশ দিয়েছিল অন্য একটি মামলায়।
পুলিশ সূত্রের খবর, একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে, অভিযুক্তকে কী কারণে গ্রেফতার করা হয়েছে, আদালতে পেশ না করা পর্যন্ত পুলিশ আধিকারিকদের তরফে তা জানানো হয় না । এমনকি, দেখা গিয়েছে, রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু পরের দিন দুপুর পর্যন্ত পরিবার সেই গ্রেফতারি নিয়ে অন্ধকারে থেকে গিয়েছে।
রাজ্য পুলিশের এক কর্তা জানান, বিএনএসএসের ৪৭ নম্বর ধারায় রয়েছে, কাউকে গ্রেফতার করতে হলে আগে তাঁকে জানাতে হবে, কী কারণে এবং কেন গ্রেফতার করা হচ্ছে। সেই সঙ্গে অভিযুক্তের মনোনীত কাউকে লিখিত ভাবে গ্রেফতারির কারণও জানাতে হবে।
আদালতের নির্দেশের পরে সেটিই মনে করিয়ে দেওয়া হয়েছে পুলিশ আধিকারিকদের। বুধবারই ওই নির্দেশিকা রাজ্যের সব জেলা পুলিশ সুপার, কমিশনারেট, রেল পুলিশ, সিআইডি-সহ সব ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইউনিট হেডদের বলা হয়েছে, তা নিচুতলার পুলিশ আধিকারিকদের জানাতে। সূত্রের খবর, আদালতের এই নির্দেশ লালবাজারের তরফে কলকাতা পুলিশের সব থানাকে দিয়ে তা মেনে চলতে বলা হয়েছে।