• Breaking News Live: তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়: SSC চেয়ারম্যান
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৫
  • সাংবাদিক বৈঠকে এসএসসি। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার প্রার্থীর চাকরি বাতিলের ঘটনায় আইনি পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন এসএসসি চেয়ারম্যান। তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়ে কিছু ধন্ধ রয়েছে। সব সম্ভাবনা খতিয়ে দেখা হবে।

    কোভিডে আক্রান্ত পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারি। গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। একাধিক উপসর্গ দেখা গিয়েছিল। করাচির হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তাঁর নমুনা পরীক্ষা করা হয়। শুক্রবার তাঁরে করোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে।

    কৃষ্ণনগরে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলারের বাড়ি লক্ষ্য করে অভিযোগ উঠল বোমাবাজির। কে বা কারা কী উদ্দেশ্যে কৃষ্ণনগর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার অনুপম বিশ্বাসের বাড়িতে বোমা ছুড়ল তা জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।

    সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা হয়েছেন পশ্চিমবঙ্গের ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক। এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়ে দিল্লিতে বঙ্গ ভবনের সামনে বিক্ষোভ দেখান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ বিজেপির বেশ কয়েকজন সাংসদ। সেই বিক্ষোভের সময় বঙ্গভবনের সামনে থেকে সুকান্ত মজুমদার-সহ বিজেপির বেশ কয়েকজন সাংসদকে আটক করে পুলিশ।

    বাজেট অধিবেশন শেষে অনির্দিষ্ট কালের জন্য মুলতুবি লোকসভা অধিবেশন।

    থাইল্যান্ডে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম সাক্ষাৎ দু’জনের।

    ওয়াকফ সংশোধনী বিল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে কংগ্রেস। খুব শীঘ্রই শীর্ষ আদালতে মামলা দায়ের করতে চলেছে হাত শিবির। শুক্রবার এ কথা জানিয়েছেন জয়রাম রমেশ।

    পাথর প্রতিমার ঢোলাহাটে বাজি বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার চন্দ্রকান্তের ভাই তুষার বণিক। বাজি কারখানায় বিস্ফোরণ প্রাণ কেড়েছিল ৮ জনের। তদন্তে নেমে সেই বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিককে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। এ বার তাঁর ভাই তুষার বণিককে গ্রেফতার করল পুলিশ।

    ২০২২ সালে রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলাকালীন যাঁরা ডিএলএড পাশ করেননি, তাঁরাও চাকরিতে সুযোগ পাবেন বলে সুপ্রিম কোর্ট তাদের রায়ে জানালো। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি পি এস নরসিমহার বেঞ্চ এই রায় দিয়েছে। এই রায়ের ফলে রাজ্যের প্রায় ২,২৩২টি প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হবে।

    মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে স্কুল সার্ভিস কমিশনের চাকরি হারানো যোগ্য ব্যক্তিদের বেতন দেওয়ার ব্যবস্থা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। দিল্লিতে দাবি BJP সাংসদ ও বাংলার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

    ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যুতে দিল্লিতে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের সাংসদদের। জাতীয় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ তৃণমূল সাংসদদের। নির্বাচন কমিশন থেকে সংসদ ভবন পর্যন্ত পদযাত্রা তৃণমূল সাংসদদের।

    ওয়াকফ বিল অন্যায় ও দুর্নীতির যুগের অবসান ঘটিয়ে ন্যায়বিচার ও সাম্যের যুগের সূচনা করবে। এক্স হ্যান্ডলে পোস্ট করে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘ওয়াকফ বিল, ২০২৫ অনুমোদনের মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে চলে আসা অন্যায় ও দুর্নীতির যুগের অবসান ঘটিয়ে ন্যায়বিচার ও সাম্যের যুগের সূচনা হবে। এই গুরুত্বপূর্ণ বিলের জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুকে অভিনন্দন জানাই। সেই সঙ্গে, এই বিলকে সমর্থন করার জন্য সমস্ত দল এবং সংসদ সদস্যদের আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’

    রাজস্থান AGTF (অ্যান্টি গ্যাংস্টার টাস্ক ফোর্স) দুবাই থেকে লরেন্স-রোহিত গোদারা গ্যাংয়ের সক্রিয় সদস্য আদিত্য জৈনকে গ্রেপ্তার করেছে।

    শুক্রবার কলকাতার বাজারে কত দামে বিক্রি হচ্ছে সোনা-রুপো? দেখুন বিস্তারিত:

    সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা হলেন সোনাজয়ী ক্যান্সার আক্রান্ত সোমনাথ মালো। এ বার থেকে সংসার কী ভাবে চালাবেন সেই দুশ্চিন্তাতেই ভেঙে পড়েছেন নদীয়ার বীরনগর হাই স্কুলের সি গ্রুপের কর্মচারী সোমনাথ। নদিয়ার তাহেরপুর পুরসভার বাসিন্দা সোমনাথ বাবুর দাবি, ক্যান্সার আক্রান্ত সোমা পালের নাম বহাল থাকলে তাঁর নাম কেন বাতিল করা হয়েছে? তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানিয়েছেন, যাতে তাঁর চাকরিও বহাল রাখা হয়।

    মানসিক অবসাদে আত্মহত্যার চেষ্টা করলেন ক্যানিং রায়বাঘিনী হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা রুমা সিং। সুপ্রিম কোর্টের রায়ের পর চাকরিহারা হয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেল থেকে পাওনাদাররা তাঁকে মানসিক অত্যাচার করতে শুরু করে বলে অভিযোগ। সেই চাপ সহ্য করতে না পেরে বৃহস্পতিবার গভীর রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে রুমা। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

    ব্যাঙ্ককে শীর্ষ সম্মেলনের মাঝে মিয়ানমারের সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং-এর সাথে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সে একটি পোস্টে মোদী লিখেছেন, ‘সাম্প্রতিক মিয়ানমারের ভূমিকম্পে প্রাণহানি এবং সম্পত্তির ক্ষয়ক্ষতির জন্য আবারও সমবেদনা প্রকাশ করেছি। এই সংকটময় সময়ে ভারত মিয়ানমারকে সহায়তা করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। আমরা ভারত ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে যোগাযোগ, সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং আরও অনেক কিছু নিয়েও আলোচনা করেছি।’

    খিদিরপুরের ফ্যান্সি টেন্ড সেন্টারে একটি মিটার বক্সে আগুন লাগে। বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে পৌঁছয় দুটো ইঞ্জিন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

    গাজ়ায় ফের ইজ়রায়েলের এয়ার স্ট্রাইক। বৃহস্পতিবার এক ঝাঁক বোমারু বিমান গাজ়ায় প্রচুর পরিমাণে বোমা বর্ষণ করে। তাতে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে বলে প্যালেস্তাইনের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। মৃতদের মধ্যে ৩৩ জন মহিলা ও শিশু। তাঁরা একটি স্কুলে আশ্রয় নিয়েছিলেন। ইজ়রায়েলের বিমান ওই স্কুল লক্ষ্য করে বোমা ফেলে। স্কুলে আশ্রয় নেওয়া ৭০ জন গুরুতর জখমও হয়েছেন।

    কুয়ো পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৮ শ্রমিকের। মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার চাইগাঁও মাখান এলাকার ঘটনা। গঙ্গৌর উৎসব উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে এলাকার কুয়ো পরিষ্কার করতে নেমেছিলেন স্থানীয় শ্রমিকরা। খান্ডোয়ার কালেক্টর ঋষভ গুপ্ত জানিয়েছেন, শ্রমিকদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    সংসদে ওয়াকফ বিল পাশ একটি চরম মুহূর্ত। এক্স হ্যান্ডলে পোস্ট করে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘আর্থ-সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, স্বচ্ছ উন্নয়নের পথে এটি একটি মাইলস্টোন। কণ্ঠস্বর এবং সুযোগ দেওয়া হয়নি যে সকল সংখ্যালঘুদের, এই বিল তাঁদের উন্নতি করবে।’

  • Link to this news (এই সময়)