এই সময়, বালুরঘাট: সুপ্রিম কোর্টের এসএসসি মামলায় ২৬ হাজার চাকরি বাতিলের রায়ে সমস্যায় পড়েছে দক্ষিণ দিনাজপুরের একাধিক স্কুল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ৫১১ জন শিক্ষক ও ৭০ জন অশিক্ষক কর্মীর চাকরি গিয়েছে। জেলায় তপন ও কুশমন্ডি ব্লকে চাকরিহারার সংখ্যা বেশি। চাকরিহারা তালিকায় রয়েছেন বালুরঘাট পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলার দীপান্বিতা দেবসিংহ। বালুরঘাট হাইস্কুলের ইংরেজির শিক্ষক অর্ণব অধিকারী ও অযোধ্যা কেডি স্কুলের শিক্ষক সুলগ্না অধিকারীর চাকরি গিয়েছে। তাঁরা স্বামী–স্ত্রী ।
বালুরঘাট হাইস্কুলের চারজন শিক্ষক এবং দু’জন অশিক্ষক কর্মী এই মামলার রায়ে চাকরি খোয়াতে চলেছেন। বালুরঘাটে প্রাচ্য ভারতী স্কুলের তিনজনের চাকরি যাচ্ছে। এর ফলে অসুবিধার সম্মুখীন হতে হবে স্কুলগুলিকে। বিষয়ভিত্তিক শিক্ষকের অভাবের পাশাপাশি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও একাদশের খাতা দেখা নিয়ে সমস্যা দেখা দেবে।
বালুরঘাট হাইস্কুলের প্রধান শিক্ষক সৃজিত সাহা বলেন, ‘এমনিতেই স্কুলগুলিতে শিক্ষকের অপ্রতুলতা রয়েছে। সেখানে চারজন শিক্ষক চলে গেলে বিষয় ভিত্তিক পড়ানোর ক্ষেত্রে অসুবিধা হবে। পাশাপাশি দু’জন ক্লারিক্যাল স্টাফের চাকরি চলে যাওয়ায় অফিসের কাজেও প্রচণ্ড সমস্যা হবে। ওইসব শিক্ষকেরা উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির খাতা দেখছেন। সে ক্ষেত্রেও অসুবিধার সৃষ্টি হতে পারে।’
চাকরি খোয়ানো বালুরঘাট শহরের তৃণমূল কাউন্সিলার দীপান্বিতা দেবসিংহ বলেন, ‘আমি শুধু আমার কথা ভাবছি না। যাঁদের চাকরি গেল, তাঁদের সকলের জন্যই কষ্ট হচ্ছে। আশা করি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এর কোনও সমাধান করবেন। তাঁর উপরে আমাদের ভরসা রয়েছে।’ দক্ষিণ দিনাজপুরের জেলা স্কুল পরিদর্শক দেবাশিস সমাদ্দার বলেন, ‘তালিকা অনুযায়ী ৫১১ জন শিক্ষক ও ৭০ জন অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হতে পারে। তবে এখনও চূড়ান্ত নির্দেশিকা হাতে আসেনি।’