• ছবি তোলার জন্য অজগরের লেজ ধরে টানাটানি! বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন পরিবেশপ্রেমীরা
    আজকাল | ০৪ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বন্যপ্রাণী নিয়ে প্রকাশ্যে অমানবিক আচরণ করছেন পর্যটকরা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের এলাকায় দমনপুর থেকে রাজাভাতখাওয়াগামী রাস্তায় এমনই এক অমানবিক দৃশ্য দেখা গেল। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একটি প্রায় দশ বারো ফুটের লম্বা অজগর সাপ রাস্তা পারাপার করছিল। সেই সময় কিছু যুবক সেখানে দাঁড়িয়ে পড়ে। তাদের মধ্যে একজন সেই অজগরের লেজ ধরে সাপটিকে রাস্তা পার করাচ্ছিলেন। মনে হচ্ছিল, এক প্রকার বন্যপ্রাণীকে দুর্ঘটনার কবল থেকে রক্ষা করছিলেন বা তাকে রাস্তা পারাপার করতে সাহায্য করছেন ওই যুবক।

    পাশে থাকা অন্যান্যরা সেই ঘটনার ভিডিও তুলছিলেন। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ছবিটা হঠাৎ বদলে যায়। দেখা যায়, অজগরটির লেজ ধরে টানাটানি করে নাজেহাল অবস্থা করে ছেড়েছেন যুবকরা। জানা যায়, শুধুমাত্র অজগরটির ছবি ভিডিও আকারে নিজেদের মোবাইলে বন্দি করার জন্য বারংবার সেই অজগরটিকে লেজ ধরে জঙ্গল থেকে টেনে বের করছেন ওই যুবকরা। বেশ কিছুক্ষণ ধরে চলে যুবকদের ওই সাপের লেজ ধরে টানাটানি। অন্যান্য পথযাত্রীদের কথায় শেষ পর্যন্ত অজগরটিকে ছেড়ে দেয় যুবকরা। গোটা ঘটনা এক পর্যটক তাঁর মোবাইলে ক্যামেরাবন্দী করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে ওঠেন পরিবেশপ্রেমীরা।

    বিশ্বজিৎ সাহা নামে এক ব্যক্তিকে ইতিমধ্যেই বন্যপ্রাণীকে উত্যক্ত করার অভিযোগ এনেছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম বিভাগের উপক্ষেত্র আধিকারিক হরিকৃষ্ণন পিজের কাছে। বনদপ্তর আইনানুগ ব্যবস্থা নিক সেই আর্জিও জানিয়েছেন তিনি। অভিযোগের পর যুবকদের খোঁজে তল্লাশি শুরু করেছে বনদপ্তর। বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক হরিকৃষ্ণন পিজে বলেন, ‘বনাঞ্চলে ঘুরতে আসার জন্য পর্যটকদের আমরা সব সময় স্বাগত জানাই। তবে পর্যটকদের বন্যপ্রাণ সুরক্ষার বিষয়ে যথেষ্ট সচেতন হওয়া উচিত। যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারত। আমরা অভিযোগ পেয়ে বিষয়টির খোঁজখবর নিচ্ছি। দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’।
  • Link to this news (আজকাল)