আজকাল ওয়েবডেস্ক: দিঘায় ফের পর্যটকের রহস্যমৃত্যু। হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছে পর্যটকের দেহ। জানা গেছে, ওল্ড মালদা আনন্দপুর এলাকা থেকে দুটি পরিবার দীঘায় বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার তাঁদের হোটেল ছেড়ে যাওয়ার কথা ছিল। চেক আউটের সময় পেরিয়ে গেলেও পরিবারটি ঘর থেকে বেরোয়নি। এরপর হোটেল কর্তৃপক্ষ রুমে গিয়ে দেখে দরজার তালা বন্ধ। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ঘরে থাকা পর্যটকরা তালা বন্ধ করে হোটেল কর্তৃপক্ষকে না জানিয়ে বাড়ি চলে যায়। পরে হোটেল কর্তৃপক্ষের কাছে একটি ফোন আসে। বলা হয় ওই ঘরের মধ্যে একটি মৃতদেহ রয়েছে। পরে হোটেল কর্তৃপক্ষ দীঘা থানায় ফোন করে জানালে পুলিশ দরজা ভেঙে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করে। জানা গেছে মৃত মহিলার নাম চুমকি দাস অধিকারী। বয়স ২৫। বাড়ি ওল্ড মালদার আনন্দপুরে। তবে খুন নাকি আত্মহত্যা এই নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ।
প্রশ্ন উঠেছে ওই গৃহবধূ যদি আত্মহত্যা করে থাকেন কেন পরিবারের লোকজন থানায় না জানিয়ে তালা বন্ধ করে বাড়ি চলে গেল। ইতিমধ্যে হোটেল কর্তৃপক্ষের নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে।
মৃত মহিলার পরিবারের লোকজনকে খবর পাঠিয়েছে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করবে পুলিশ। পাশাপাশি যাঁরা এই গৃহবধুর সঙ্গে দীঘায় বেড়াতে এসেছিলেন তাঁদেরও তলব করা হয়েছে। জানানো হয়েছে মালদার লোকাল থানায়। তদন্তে জানা গেছে, ওই গৃহবধূ স্বামীর সঙ্গে নয়, অন্য কোনও পুরুষের সঙ্গে দীঘা বেড়াতে এসেছিলেন। গোটা ঘটনাটাই পুলিশ তদন্ত করে দেখছে। দেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।