• চাপরামারি-গরুমারার পর এবার বৈকন্ঠপুর, দাউদাউ করে জ্বলছে আগুন ...
    আজকাল | ০৪ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গত এক সপ্তাহে উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গলে একের পর এক আগুন লাগার ঘটনা সামনে আসছে। চাপরামারি, গরুমারা, কার্শিয়াং-এর বিস্তীর্ণ বনাঞ্চলে আগুন পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। শুক্রবার সকাল ১১টা নাগাদ শিলিগুড়ির অদূরে গজলডোবার কাছে বৈকুন্ঠপুর বনাঞ্চলে ফের আগুন লাগলো। 

    জঙ্গলে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় দমকল বিভাগকে। ফুলবাড়ি থেকে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ যে, নিমেষেই তা ছড়িয়ে পড়ে। 

    পরবর্তীকালে শিলিগুড়ি ও জলপাইগুড়ি দমকল বিভাগের তরফ থেকে ওই এলাকায় একাধিক ইঞ্জিন পাঠানো হয়েছে। ভয়াবহ এই আগুনকে নিয়ন্ত্রণ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল বিভাগকে। ইতিমধ্যেই খবর জানাজানি হতে এলাকায় পৌঁছেছেন পুলিশ ও বনবিভাগের কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কিন্তু জঙ্গলে শুষ্ক পাতা ঝরার মরশুমে আগুন নেভানো প্রায় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আগুন নেভানোর কাজে স্থানীয়রা দমকল বিভাগের সঙ্গে যোগ দিয়েছে।
  • Link to this news (আজকাল)