• শিলিগুড়ি থেকে গ্রেনেড উদ্ধার, ভয়ে কাঁটা স্থানীয়রা
    আজকাল | ০৪ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক :   এবার শিলিগুড়ি শহর থেকে উদ্ধার হল গ্রেনেড। ঘটনাটি ঘটেছে চম্পাসারি পঞ্চায়েতের অন্তর্গত পবিত্র নগর এলাকায়। ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে পবিত্র নগর এলাকায় একটি জমিতে এলাকার বেশ কিছু যুবক যায়। জমির ভেতরে তারা একটি লোহার সন্দেহজনক ধাতব বস্তু পড়ে থাকতে দেখে। সেটির ছবি ক্যামেরাবন্দি করে পাঠিয়ে দেওয়া হয় প্রধান নগর থানায়। পুলিশ ছবি দেখেই বুঝতে পারে একটি আসলে একটি গ্রেনেড। এলাকায় উপস্থিত হয় প্রধান নগর থানার পুলিশ। 

    গ্রেনেডটি দেখতে পেয়ে পুলিশের তরফে থেকে খবর দেওয়া হয় সিআইডিকে। সিআইডি কর্তারা জানান, এটি একটি যন্ত্র দ্বারা নির্মিত গ্রেনেড যা ডিফিউস করার ক্ষেত্রে সেনাবাহিনীর সাহায্য প্রয়োজন। এরপর শুক্রবার সেনাবাহিনী এসে গ্রেনেডটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে।  

    অপরদিকে পুলিশের পক্ষ থেকে এলাকায় কোনওরকম বিপদ এড়াতে মোতায়েন করা হয়েছে বাহিনী। ঘটনার কথা জানাজানি হতেই ভয়ে এলাকা ছেড়েছেন স্থানীয়রা। এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা জানান, বৃহস্পতিবার দুপুর থেকেই আমরা প্রচন্ড ভয়ের মধ্যে রয়েছি। বাড়ির পাশেই পরিত্যক্ত জমিতে পড়ে রয়েছে এমন একটি ভয়ঙ্কর জিনিস। 

    এবিষয়ে প্রধান নগর থানার আইসি বিডি সরকার জানিয়েছেন , এলাকা ইতিমধ্যেই পুলিশ ঘিরে রয়েছে। সেনাবাহিনীর বম্ব স্কোয়াড এসে গ্রেনেডটি উদ্ধার করে নিয়ে গিয়েছে। এলাকাবাসীকে আশ্বস্ত করা হয়েছে ভয় পাওয়ার কিছু নেই। 
  • Link to this news (আজকাল)