খেলার বল নিয়ে দুই শিশুর ঝামেলা, ধারালো অস্ত্র নিয়ে ভাইপোর দিকে ছুটে গেল কাকা, মুহূর্তে রক্তারক্তি ...
আজকাল | ০৪ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দুই শিশু খেলার বল নিয়ে খেলছিল। মাঝেই ঝামেলা হয় দু’জনের। কিন্তু দুই শিশুর ঝগড়ার যে এমন মর্মান্তিক পরিণতি হতে পারে, ভাবতে পারেননি কেউ।
উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার গাঙাটি এলাকার ঘটনা। কাকা কামরুল মণ্ডলের বিরুদ্ধে ভাইপোকে খুন করার অভিযোগ। শুক্রবার সকালে বাড়ির সামনে অভিযুক্ত কামরুল জামান মণ্ডলের মেয়ের সঙ্গে খেলা করছিল আট বছরের শিশু আমিনুর জামান। খেলার বল নিয়ে দুটি বাচ্চার মধ্যে ঝামেলা হয়।
অভিযোগ, সেই সময় হঠাতই ধারালো অস্ত্র নিয়ে কামরুল জামান মন্ডল নামে ঐ ব্যক্তি আমিনুর জামানের ওপর চড়াও হয় । এবং এলোপাথাড়ি কোপাতে থাকে । চিৎকার করে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে আমিনুর ।পরিবারের লোক এবং স্থানীয় বাসিন্দারা আমিনুরকে বসিরহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ ।