• তৈরি রাখুন ছাতা-রেনকোট, উথাল-পাথাল ঝড়ের সঙ্গে বৃষ্টি আসছে বঙ্গে, সময়-তারিখ জানিয়ে দিল আইএমডি ...
    আজকাল | ০৪ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: এপ্রিলের শুরুতে কাঠফাটা রোদ থাকলেও, হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল, বৈশাখের প্রবল গরমের আগেই বৃষ্টিতে ভিজবে বঙ্গের জেলা। দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে আকাশের মুখ ভার থাকবে মাঝে মাঝেই, হালকা ঝড়, বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস বঙ্গের আবহাওয়া সম্পর্কে যে আপডেট দিয়েছে, তাতে আগামী কয়েকদিন ছাতা-রেনকোট সঙ্গে রাখা আবশ্যক। নইলেই মাঝরাস্তায় বাধতে পারে বিপত্তি।

    কী বলছে হাওয়া অফিস? আইএমডির পূর্বাভাস, আগামী এক সপ্তাহ, ১১ এপ্রিল পর্যন্ত, অর্থাৎ চৈত্রের শেষভাগে প্রবল দাবদাহের পরিবর্তে কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, বর্ধমান, নদীয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালাকা বৃষ্টির সম্ভাবনা। সঙ্গেই জেলায় জেলায় বজ্রবিদ্যুত-ঝড়। তবে ৫, ৬ এবং ৭ এপ্রিল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। ৭ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত ফের ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুতের সম্ভাবনা।

    শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মালদা-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৭ থেকে ৯০ শতাংশ থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়তে পারে।
  • Link to this news (আজকাল)