প্রেমঘটিত সমস্যা থেকে অস্বাভাবিক মৃত্যু? ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার দক্ষিণ কলকাতায়!...
আজকাল | ০৪ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট থানা এলাকা থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত মৃতদেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেম ঘটিত কারণ থেকেই আত্মহত্যা করেছে ওই পড়ুয়া। জানা গিয়েছে, মৃত যুবক উত্তর কলকাতার সিটি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র।
দক্ষিণ কলকাতার গড়িয়াহাট থানা এলাকার কাকুলিয়া রোডের ওপর একটি বাড়ির দোতালায় পেইংগেস্ট হয়ে থাকতেন রানা মণ্ডল নামে ২১ বছরের এই যুবক। যুবকের বাবা ও মা থাকতেন মালদার চাঁচল এলাকায়। বৃহস্পতিবার বেলা ১:৩০ নাগাদ গড়িয়াহাট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকেই রানা মণ্ডলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। সিটি কলেজের পড়ুয়ার দেহ ওই বাড়ির দোতলার ঘর থেকে উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ছাদের এক কাঠের সঙ্গে নাইলনের দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের।
পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে ওই যুবকের সুইসাইড নোট এবং তাঁর লেখা ব্যক্তিগত ডাইরি উদ্ধার হয়েছে। সেখান থেকেই জানা যাচ্ছে যে, এক বান্ধবীর সঙ্গে বেশ কিছুদিন ধরে প্রেম গঠিত কারণে অশান্তি চলছিল ওই যুবকের। সেই কারণে থেকেই ওই যুবক মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেন। প্রাথমিক তদন্তের পর এমনটাই জানিয়েছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে কলকাতার এসএসকেএম হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।