• জ্বালাপোড়া গরমে সাময়িক স্বস্তির পূর্বাভাস, কবে হবে বৃষ্টি? রইল আবহাওয়ার বড় আপডেট...
    আজকাল | ০৪ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: এপ্রিলের শুরুতেই কাঠফাঠা গরম। সঙ্গে প্রবল আদ্রতা। চরম অস্বস্তিতে নাজেহাল অবস্থা। দুয়ারে বৈশাখ, জৈষ্ঠ্য, ফলে পারদ কোথায় উঠবে তা ভেবেই চিন্তায় বঙ্গবাসী। এই পরিস্থিতিতে বৃষ্টির অপেক্ষায় সকলে। কবে সদয় হবেন বরুণদেব? আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে, বৃষ্টি হলেও গরমের হাত থেকে নিস্তার মিলবে না। 

    আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় আগামী কয়েকদিন ঝড়, বৃষ্টি হতে পারে। তবে, এই বৃষ্টির গরমের হাঁসফাঁস সাময়িক কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে, উল্টে তা বাড়তে পারে।

    দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস- দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে হালকা ঝড়, বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

    উপকূল এবং পূর্বাঞ্চলের জেলাগুলিতে আগামী রবি ও সোমবার বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

    আগামী মঙ্গলবার কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস- শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মালদা-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে।

    কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৭ থেকে ৯০ শতাংশ থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়তে পারে।

     
  • Link to this news (আজকাল)