• খাস কলকাতায় আইপিএল-এর ম্যাচে বেটিং, গ্রেপ্তার চার
    আজকাল | ০৪ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ম‍্যাচে বেটিং চক্র চালানোর অভিযোগে উত্তর কলকাতার গিরিশ পার্কের একটি ক‍্যাফে থেকে ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম মজিদ, শাদাব আলি, আদর্শ নিগম এবং প্রভাত জয়েসওয়াল। তাঁদের বয়স ২৭ থেকে ৩০ বছরের মধ্যে। মোবাইলের একটি অ্যাপ ব্যবহার করে এই বেটিং চলছিল বলে জানা গিয়েছে। 

    গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গিরিশ পার্কের বিবেকানন্দ রোডের উপরে লর্ডস ক্যাফে নামে একটি ক্যাফেতে হানা দেয় পুলিশ। গ্রেপ্তার করা হয় চারজনকে। দিন কয়েক আগে ইডেন গার্ডেন্সে কলকাতা এবং হায়দ্রাবাদের ম্যাচ চলাকালীন তাঁরা বেটিং চক্র চালাচ্ছিলেন বলে অভিযোগ। এই ঘটনায় পোস্তা থানা এলাকায় অভিযান চালিয়ে অনিল পোদ্দার এবং অমিত দামানি নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে ছ’জন গ্রেফতার হয়েছেন।

    পুলিশ জানিয়েছে, ধৃতরা 'স্কাইবাইট ৩৬৫', 'উল্‌ফ ৭৭৭', 'কেরালা এক্স সি এইচ', '১১ এক্সপ্লে', 'গেমসওয়ালা' মোবাইল অ্যাপ ব্যবহার করে আইপিএল টুর্নামেন্টের বেটিংয়ে জড়িত ছিলেন। টিভিতে খেলা দেখে এই বেটিং চলত। 

    অভিযুক্তদের কাছ থেকে একটি টিভি এবং পাঁচটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।

     
  • Link to this news (আজকাল)