• ৭ এপ্রিল নেতাজি ইন্ডোরে, চাকরি বাতিল হওয়াদের কথা শুনবেন মমতা
    আজ তক | ০৪ এপ্রিল ২০২৫
  • বিশ বাঁও জলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ভবিষ্যৎ। যোগ্য ও অযোগ্য চাকরিপ্রাপকদের আলাদা না করা যাওয়ায় সুপ্রিম কোর্টেও বাতিল হয় পুরো প্যানেল। উপরন্তু, চিহ্নিত অযোগ্যদের ১২ শতাংশ সুদে ফেরৎ দিতে হবে বেতন। এই সঙ্গিন পরিস্থিতিতে বিরোধীদের নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী হবে ২৫,৭৫২ জন চাকরিপ্রাপকদের ভবিষ্যত? 

    আগামী ৭ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁদের সমস্ত অভাব অভিযোগ শুনবেন মমতা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের আইনজীবীরা এই মামলার রিভিউ করবে। যাদের চাকরি বাতিল করা হয়েছে, তারা শিক্ষামন্ত্রীকে আবেদন জানিয়েছেন। আমি যদি সেখানে উপস্থিত থাকি, তাহলে তারা খুশি হবে। আমি ৭ এপ্রিল ইন্ডোর স্টেডিয়ামে তাদের কাছে যাব। তাদের কথা শুনব। বলব, ধৈর্য হারাবেন না। মানসিক চাপ নেবেন না।"

    যখন চিন্তায় রাতের ঘুম উড়েছে প্রায় ২৬ হাজারের চাকরি হারানো মানুষগুলোর, তাঁরা কী খাবেন? কাঁধ থেকে ঋণের বোঝা কীভাবে নামাবেন? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তারই মধ্যে বিরোধী বিজেপিকে আক্রমণ করতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী। এদিন বিরোধীদের টার্গেট করে মমতা বলেন, "মানবিকতার খাতিরে পাশে দাঁড়ালাম বলে বিজেপি যদি আমাকে জেলে ঢোকাবে মনে করে। তাহলে স্বাগত জানাচ্ছি। ক্য়াচ মি ইফ ইউ ক্যান। হাইকোর্টে প্রথম এই ভার্ডিক্ট দিয়েছিলেন, তিনি বিজেপির এমপি হয়েছে। আমি নামটা জানি না ঠিক, পরে জেনে নেব। আমি কাউকে অ্যাটাক করার জন্য জানি না। আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে।"

    একইভাবে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকেও আক্রমণ করেন মমতা। বলেন, তাঁর নোবেল পুরস্কার পাওয়া উচিত। ওনাকে বৃহত্তম আইনজীবী হিসেবে সুপারিশ করবেন।
     
  • Link to this news (আজ তক)