• ক্রমেই বাড়ছে গরম, বৃষ্টির সম্ভাবনা আছে? যা জানালেন আবহাওয়াবিদরা
    আজ তক | ০৪ এপ্রিল ২০২৫
  • বৃষ্টি হলেও রাজ্যে গরমের হাত থেকে পুরোপুরি মুক্তি মিলবে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। তবে, এই বৃষ্টির ফলে গরম কমার বদলে বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি।

    বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে হালকা ঝড়-বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

    শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার উপকূল এবং পূর্বাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। মঙ্গলবার কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে।

    কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৭ থেকে ৯০ শতাংশ থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়তে পারে।

    উত্তরবঙ্গে শুক্রবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মালদহ-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে।

    আবহাওয়া দফতরের মতে, বৃষ্টি হলেও রাজ্যে গরমের প্রকোপ কমবে না। বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় আগামী সপ্তাহেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।

     
  • Link to this news (আজ তক)