• অনলাইনে বেটিংয়ের অভিযোগে গ্রেপ্তার দুই যুবক
    বর্তমান | ০৪ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: আইপিএলের ম্যাচে অনলাইনে বেটিংয়ের অভিযোগে আলিপুরদুয়ারের শামুকতলা থানার হাতে গ্রেপ্তার দুই যুবক। ধৃতদের কাছ থেকে পুলিস নগদ চার হাজার টাকাও বাজেয়াপ্ত করেছে। পুলিস জানিয়েছে, ধৃত দুই যুবকের নাম মিঠুন সরকার ও প্রলয় দত্ত। গতকাল, বৃহস্পতিবার গভীর রাতে পুলিস আলিপুরদুয়ার-২ নং ব্লকের মধ্য পারোকাটার পুলপাড় এলাকা থেকে ওই  দুই যুবককে গ্রেপ্তার করে। ধৃতদের আজ, শুক্রবার আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে শুধু শহরাঞ্চলে নয়। এখন আইপিএলকে কেন্দ্র করে গ্রামাঞ্চলেও অনলাইনে রমরমিয়ে চলছে বেটিং চক্র। এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন কারা, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিস। ধৃতদের হেফাজতে নিয়ে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। কলকাতাতেও আইপিএলের গতকালের ম্যাচে বেটিংয়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)