ঢোলাহাট বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার চন্দ্রকান্তের ভাই তুষার
দৈনিক স্টেটসম্যান | ০৪ এপ্রিল ২০২৫
পাথরপ্রতিমার ঢোলাহাট বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিককে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার এই ঘটনায় আরেক অভিযুক্ত তুষার বণিককে পাকড়াও করেছে পুলিশ। শুক্রবার তাঁকে তোলা হবে কাকদ্বীপ আদালতে। এদিকে জেল হেফাজতে থাকা চন্দ্রকান্ত ট্রমায় ভুগছেন বলে দাবি করেছেন অনেকে। তাঁর চোখের কোণে শুকিয়ে যাওয়া জল আর মুখে লাগাতার অদ্ভুত গোঁ গোঁ শব্দ।
গত সোমবার পাথরপ্রতিমার ঢোলাহাটে বাজি কারখানায় বিস্ফোরণে মোট আট জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে চারটি শিশু রয়েছে। অভিযোগ, বেআইনি ভাবে বাড়িতে মজুত করা হয়েছিল বিপুল পরিমাণ বাজি। সেই মজুত থাকা বাজি ও বাজির মশলাতেই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় আগেই গ্রেপ্তার করা হয় চন্দ্রকান্ত বণিককে। এ বার জালে তাঁর ভাই তুষার বণিক। তাঁর বিরুদ্ধেও জামিন অযোগ্য ধারায় মামলার রুজু করেছে পুলিশ।
চন্দ্রকান্তের লাইসেন্স নিয়েও প্রশ্ন ওঠে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত জানান, ২০২৩ সালে চন্দ্রকান্তের ব্যবসার লাইসেন্স পুনর্নবীকরণ করা হয়নি। তার পরেও কী ভাবে ওই কারবার চলছিল, দেখা হবে। চন্দ্রকান্তের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চেষ্টা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। কাকদ্বীপ আদালতের বিচারক তাঁকে চার দিন পুলিশে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
সচেতনতার অভাব থেকেই পাথরপ্রতিমার ঢোলাহাটের ঘটনা ঘটেছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। গ্যাসটাকে তো সামলে রাখবেন।’