• ওটিপি ছাড়াই টাকা গায়েব বেসরকারি ব্যাঙ্কে
    দৈনিক স্টেটসম্যান | ০৪ এপ্রিল ২০২৫
  • ওটিপি ছাড়াই লক্ষাধিক টাকা গায়েব! কীভাবে সম্ভব? কপালে হাত মালদার এক বেসরকারি ব্যাংকের গ্রাহকদের। ইদানিং সাইবার প্রতারণার শিকার হতে হচ্ছে বহু গ্রাহককে। একাধিক থানায় এই নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ প্রশাসন বারবার মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিচ্ছেন। অচেনা নম্বর থেকে ফোন কিংবা মেসেজে ব্যাংকের কোনো তথ্য চাইলে তা না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু মালদার একটি বেসরকারি ব্যাঙ্কের কাণ্ডে রীতিমতো তাজ্জব একাধিক গ্রাহক।

    তাঁরা কোনো ফোন অথবা মেসেজ পাননি। কোনো তথ্য বা ওটিপি-ও কোথাও শেয়ার করেননি। তা সত্ত্বেও তাঁদের ব্যাঙ্ক থেকে লক্ষ লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে। এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন মালদার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কের অন্যান্য গ্রাহকরা। সূত্রের খবর, ওই বেসরকারি ব্যাঙ্কের তিনজন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে গিয়েছে। প্রত্যেকেই আশেপাশের এলাকার বাসিন্দা।

    কয়েক মাস আগে পূর্ব বেলসুর গ্রামের মহম্মদ পিয়ারুল ইসলামের ৪ লক্ষ, ডুমুরিয়া এলাকার ইশাহাক আলির ১ লক্ষ ১৫ হাজার, মালিওর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মোসাম্মেদ সেতারা খাতুনের স্বামী আব্দুর রহমানের ৪ লক্ষ ৪৮ হাজার ৮০০ টাকা গায়েব হয়ে গিয়েছে। এই নিয়ে তাঁরা ব্যাঙ্কের ম্যানেজারকে একাধিকবার অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি। ধৈর্য্যের সমস্ত বাঁধ ভেঙে যাওয়ায় বুধবার তাঁরা ব্যাঙ্কের সামনে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়েছিল। তাঁরা গ্রাহকদের যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন।

    জানা গিয়েছে, সাইবার থানায় অভিযোগের পর অভিযোগকারী গ্রাহকদের মধ্যে দু’জনের কিছুটা টাকা ব্যাঙ্ক কর্তৃপক্ষ ফেরত দিয়েছেন। কিন্তু অনেক টাকাই এখনও বাকি। তাঁদের অ্যাকাউন্টের আর্থিক লেনদেনও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)