বিমল বসু: উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার গাঙাটিতে কাকার হাতে খুন ভাইপো। দুই শিশুর বল খেলাকে কেন্দ্র করে গন্ডগোল। গন্ডগোলের জেরে শিশুর মাথায় কুড়ুল দিয়ে কোপ মারে কাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দশ বছর বয়সের ওই শিশুর। মৃতের নাম আমিনূর জামান। ঘটনার পর থেকেই অভিযুক্ত কাকা কামরুল মণ্ডল পলাতক।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে বাড়ির সামনে অভিযুক্ত কামরুল জামান মন্ডলের মেয়ের সঙ্গে খেলা করছিল ১০ বছরের ভাইপো আমিনুর জামান। খেলার সময় বল নিয়ে দুই বাচ্চার মধ্যে ঝামেলা বাধে। সেই সময় হঠাতই ধারালো কুড়ুল দিয়ে কাকা কামরুল জামান মন্ডল তাঁর ভাইপো আমিনুর জামানের উপর চড়াও হয়। মাথায় কুড়ুলের কোপ মারে।
ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে রক্তাক্ত আমিনুর। ছুটে আসে পরিবারের লোক এবং এলাকার মানুষ। আমিনুরকে বসিরহাট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। তবে এরই মধ্যে এলাকায় এলাকা ছেড়ে পালায় অভিযুক্ত কাকা কামরুল জামান। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।