অরূপ বসাক: ক্রান্তি ব্লকের কোদালকাটি ভুট্টা খেত থেকে উদ্ধার আহত ময়ূর। তা নিয়েই এলাকায় ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য। ময়ূরটিকে দেখতে এলাকায় আসছে প্রচুর মানুষ।
লোকালয়ে ভুট্টার খেতে ময়ূর। এই খবর জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। তবে ময়ূরটি জালের মধ্যে আটকে ছিল। এলাকাবাসী দেখার পর সেটিকে উদ্ধার করে। এদিন সকালে ঘটনাটি ঘটে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের রাজা ডাঙ্গা গ্ৰাম পঞ্চায়েতের কোদালকাটি এলাকার সফিজদ্দিনের ভুট্টা খেতে।
গাছে ভুট্টা হয়েছে। কিন্তু কচি ভুট্টাগুলো যেন কোন পশু পাখি নষ্ট না করে তাই খেতের চারি দিকে নেট দেওয়া ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই নেটেই নেটে আটকে যায় ময়ূরটি। জমির মালিক দেখামাত্রই ময়ূরটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। এরপর সেটিকে সুস্থ করে তোলে। খবর দেন বন বিভাগের কর্মীদের। খবর পেয়ে দেরিতে হলেও বনবিভাগের কর্মীরা এসে ময়ূরটিকে উদ্ধার করে নিয়ে যায়।
বনদপ্তর সূত্রে জানা যায় যে ভুট্টা খেতে নেট দেওয়ার কারণে পায়ে সামান্য আঘাত লাগে ময়ূরটির। তাই শারীরিক চিকিৎসা করানোর পর জাতীয় পাখিটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
জানা গেছে, আশেপাশে যেহেতু বৈকন্ঠপুর জঙ্গল, তাই মাঝে মধ্যেই জঙ্গল থেকে ঝাঁকে ঝাঁকে ময়ুর চলে আসে লোকালয়ে। ইরফান আলী, নামে এক স্থানিয় যুবক জানিয়েছে আশেপাশের এলাকা থেকে চলে আসছে ময়ূর। তার ওপর ময়ূরটির পায়ে সামান্য আঘাত লেগেছে। বন বিভাগের কর্মীরা এসে ময়ুরটিকে উদ্ধার করে নিয়ে গেছে।