• ‘জাল ওষুধ’ খেয়ে অসুস্থ শিশু! স্থানীয়দের বিক্ষোভের পরে সোদপুরের দোকান সিল করল পুলিশ
    প্রতিদিন | ০৪ এপ্রিল ২০২৫
  • অর্ণব দাস, বারাকপুর: ফের জাল ওষুধ বিক্রির অভিযোগ। শিশুকে সেই ওষুধ দেওয়ার পর তার অবস্থা আরও খারাপ হয়ে যাওয়ার অভিযোগে ধুন্ধুমার সোদপুরে। দোকানের সামনে বিক্ষোভ দেখায় পরিবার ও স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় দোকানটি সিল করে অভিযুক্ত দোকান মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার রাতে সোদপুরের নীলগঞ্জ রোডের উপরের একটি দোকান থেকে সন্তানের জন্য ওষুধ কেনেন এক মহিলা। তাঁর অভিযোগ সেই ওষুধ শিশুকে দেওয়ার পর সে আরও অসুস্থ হয়ে পড়ে। এরপরই দোকানের সামনে জাল ওষুধ বিক্রির অভিযোগে বিক্ষোভ দেখাতে থাকেন তিনি। জাল ওষুধের কথা দোকানের মালিককে বলাতে অস্বীকার করে দোকান কর্তৃপক্ষ। গোটা ঘটনা জানাজানি হতেই, ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। খবর যায় খড়দহ থানায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অভিযোগের ভিত্তিতে দোকান মালিককে গ্রেপ্তার করে, দোকানটি সিল করে তারা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

    সম্প্রতি পাইকারি বাজারে হানা দিয়ে কুড়ি লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড। অনুমান, ইতিমধ্যেই বাজারে ছড়িয়ে গিয়েছে লক্ষ লক্ষ টাকার জাল ওষুধ। প্রাথমিক তদন্তে জানা যায়, বিপুল এই জাল ওষুধ এসেছে উত্তরপ্রদেশ থেকে। তা ছাড়াও বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড হয়েও জাল ওষুধ ঢুকেছে বাংলায়। কেন জাল ওষুধ বিক্রি করছেন দোকানদাররা? জাল ওষুধ যারা তৈরি করছে তারা বিপুল লাভের লোভ দেখাচ্ছে বিক্রেতাদের। খাঁটি ওষুধ বিক্রি করলে যে লাভ মেলে, তার দ্বিগুণ লাভের লোভ দেখিয়ে বাজারে চলে আসছে এই জাল ওষুধ।
  • Link to this news (প্রতিদিন)