সুবীর দাস, কল্যাণী: এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য কল্যাণীতে। ঘটনায় আটক এক যুবতী। মৃত যুবকের নাম মফিজুল মণ্ডল, কল্যাণী থানার সগুনা গ্রাম পঞ্চায়েতের মদনডাঙার বাসিন্দা। জানা গিয়েছে, ওই যুবক বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, আজ শুক্রবার সকালে বছর ২৭-এর প্রিয়া খাতুন মফিজুল মণ্ডল নামে এক যুবককে কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক মফিজুলকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়েই হাসপাতাল থেকে ওই যুবতী পালানোর চেষ্টা করেন। তৎক্ষণাৎ হাসপাতালের কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা ও স্থানীয়রা ধরে ফেলেন ওই যুবতীকে। খবর দেওয়া হয় কল্যাণী থানায়। পুলিশ হাসপাতালে গিয়ে ওই যুবতীকে আটক করে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বাড়ি থেকে কাজে যাওয়ার নাম করে বেরিয়েছিলেন মফিজুল। কিন্তু তিনি বাড়িতে ফিরে আসেননি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখবর করলেও সন্ধান মেলেনি। তাঁকে মোবাইল ফোনেও পাওয়া যায়নি। তারপর এদিন সকালে ওই যুবককে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন ওই যুবতী। হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই যুবকের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গিয়েছে। সে কারণেই তাঁর মৃত্যু বলে প্রাথমিক অনুমান।
কী কারণে ওই যুবকের মৃত্যু হল? তাঁকে কি খুন করা হয়েছে? ওই যুবকের সঙ্গে প্রিয়া খাতুনের কী সম্পর্ক ছিল? শুধু তাই নয়, গোটা রাত তিনি কোথায় ছিলেন? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আটক ওই যুবতীকে থানায় নিয়ে গিয়ে জেরা চলছে বলে খবর।