একাধিক হাতেগরম ইস্যু, পয়লা বৈশাখেই বঙ্গ সফরে অমিত শাহ?
প্রতিদিন | ০৪ এপ্রিল ২০২৫
সুদীপ রায়চৌধুরী: চলতি মাসেই বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৪ ও ১৫ তারিখ দু’দিনের বঙ্গ সফরে তিনি কলকাতা আসছেন। প্রাথমিকভাবে সেই কথা বঙ্গ বিজেপির তরফে মৌখিকভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে এখনও সরকারিভাবে কোনও বার্তা পাওয়া যায়নি বলে খবর। এর আগে মার্চ মাসে তাঁর বাংলায় আসার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত তাঁর সেই সফর স্থগিত হয়ে যায়। আগামী ১৪ তারিখ বাংলা নববর্ষ। সেদিনই তিনি বাংলায় আসছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসিতে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষককর্মীর চাকরি গিয়েছে। এছাড়াও রামনবমী পালন নিয়েও জোর প্রচার চালাচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এছাড়াও বাংলায় হিন্দুত্ববাদের জোরালো প্রচার চালাচ্ছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা। ফলে একাধিক হাতেগরম ইস্যু নিয়ে অমিত শাহ বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকে রূপরেখা তৈরি করবেন। সেই চর্চাও শুরু হয়েছে রাজনৈতিক মহলের একাংশের মধ্যে। তাহলে কি বাংলা নববর্ষের পরেই রাজ্যে প্রচার, আন্দোলনে গতি আনতে চলেছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মখোপাধ্যায়রা?
বাংলায় হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। যদিও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনও সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেননি। এসএসসিতে ২৬ হাজারের চাকরি বাতিল নিয়েও সেভাবে কিছু বলতে শোনা যায়নি। বাংলায় ধর্মীয় মেরুকরণের প্রচার করছেন শুভেন্দু, সুকান্তরা। তেমনই মত রাজনৈতিক মহলের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন। অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মতো বাংলাতেও ধর্মীয় মেরুকরণের চেষ্টা চালাচ্ছে বিজেপি। বিভাজনের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না। সেই কথাও জোরালোভাবে বলছেন মুখ্যমন্ত্রী।
এর আগে গত ২৯ মার্চ অমিত শাহের বাংলায় আসার কথা ছিল। কিন্তু তার কিছুদিন আগেই জানানো হয়, ওই সফর আপাতত স্থগিত হয়েছে। ওই দিন তিনি বাংলায় আসছেন না। কিন্তু কেন তিনি আসবেন না? সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। বিজেপির পক্ষ থেকে জানানো হয়, ৩১ মার্চ খুশির ইদ। সে কারণেই সম্মান জানিয়ে তিনি কোনও রাজনৈতিক কর্মসূচি রাখেননি। এরপর কবে তিনি বঙ্গ সফরে আসবেন? সেই প্রশ্ন উঠেছিল।
আজ শুক্রবার জানা গিয়েছে, চলতি এপ্রিল মাসে অমিত শাহ বঙ্গ সফরে আসবেন। ১৪ তারিখ তিনি কলকাতা বিমানবন্দরে নামবেন। ১৫ তারিখ একাধিক কর্মসূচি থাকবে। বিজেপির সাংগঠনিক বিষয় নিয়ে একাধিক বৈঠক তিনি করবেন। বিজেপির বঙ্গ নেতাদের সঙ্গে আলাদা আদালা করে বৈঠক হবে বলেও প্রাথমিকভাবে খবর। পয়লা বৈশাখের দিন অমিত শাহ দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে পারেন। সেই কথাও শোনা যাচ্ছে। গত ১৬ তারিখ রবিবার বঙ্গ বিজেপির তরফে সল্টলেকে কোর কমিটির বৈঠক বসেছিল। রাজ্যে দলের ব্যাটন আগামী দিনে কার হাতে থাকবে? তাই নিয়ে জোর চর্চা চলছে। দলের পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন? তাই নিয়ে গুঞ্জন হচ্ছে। দ্রুত বঙ্গ বিজেপির নতুন সভাপতির নামও ঘোষণা হতে পারে। সুকান্ত মজুমদারই কি বঙ্গ বিজেপির সভাপতি থাকবেন? নাকি নতুন মুখ হিসেবে অন্য কাউকে সেই পদে দেখা যাবে? সেই চর্চাও চলছে।
আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। বঙ্গ বিজেপির আগামী দিনের রুটম্যাপ কী হবে? ভোটের আগে কীভাবে গেরুয়া শিবির প্রস্তুতি নিচ্ছে? সেই বিষয়ও জেনে নিজের মতামত দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই কথাও অনুমান করা হয়েছে। পয়লা বৈশাখের পর থেকেই কি বাংলায় আন্দোলনের ঝাঁজ বাড়াবে বিজেপি? সেই প্রশ্ন উঠছে।