এখন রাজ্য–রাজনীতিতে নানা ইস্যু। আর সেইসব ইস্যুগুলিকে ঠিক কেমন করে কাজে লাগানো যায় তা নিয়ে টোটকা দিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এপ্রিল মাসেই বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে সূত্রের খবর। আগামী ১৪ এবং ১৫ এপ্রিল দু’দিনের জন্য বঙ্গ সফরে কলকাতা আসছেন শাহ। বঙ্গ–বিজেপির পক্ষ থেকে তেমনই খবর সামনে এসেছে। তবে শাহী সফর নিয়ে এখনও সরকারিভাবে কোনও বার্তা দেওয়া হয়নি। মার্চ মাসেই অমিত শাহের বাংলায় আসার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত সেটা বাস্তবায়িত হয়নি। কারণ সেই সফর বাতিল করা হয়েছে। তাই আগামী ১৪ তারিখ বাংলার নববর্ষের সময় বাংলায় আসছেন শাহ।
এখন বাংলায় জ্বলন্ত ইস্যু সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক–শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে। তার উপর পাথরপ্রতিমায় অবৈধ বাজি কারখানায় আগুন লেগেছে। তার সঙ্গে তো আরজি কর হাসপাতালের ঘটনা আছেই। এই ইস্যুগুলিকে যাতে বঙ্গ– বিজেপি কাজে লাগাতে পারে তা নিয়ে নেতাদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। রামনবমীর উপরও নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই বাংলায় নানা ইস্যু নিয়ে জোরদার প্রচার করছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা। তার সঙ্গে অমিত শাহের তৈরি করা রূপরেখা কাজে লাগাতে পারলে, তা আরও ফলদায়ক হবে বলে মনে করেন বিজেপি নেতারা। সুতরাং বাংলা নববর্ষের পরেই জোরদার আন্দোলন হবে বলে সূত্রের খবর।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসও নানা বিষয়কে সামনে নিয়ে আসতে শুরু করেছে। ভূতুড়ে ভোটার, ওয়াকফ বিল এনে সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়া, বাংলাকে বঞ্চনা, বকেয়া টাকা না দেওয়া, আর্থিক দুরবস্থা দেশের–সহ নানা ইস্যু সামনে আনার চেষ্টা করছে তৃণমূল নেতৃত্ব। সেগুলিকে কমব্যাট করতে হবে কেমন করে তাও বাতলে দেবেন অমিত শাহ, বলে সূত্রের খবর। বাংলায় হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে ইতিমধ্যেই অভিযোগ তুলেছে বিজেপি। এর উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাও অভিযোগ করেছেন, বাংলাতেও ধর্মীয় মেরুকরণের চেষ্টা চালাচ্ছে বিজেপি ।
এছাড়া গত ২৯ মার্চ অমিত শাহের বাংলায় সফর করার কথা ছিল। কিন্তু ওই সফর আপাতত স্থগিত রাখা হয়েছে। তার পরিবর্তে এপ্রিল মাসে অমিত শাহ বঙ্গ সফরে আসবেন বলে সূত্রের খবর। ১৪ তারিখ স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতা বিমানবন্দরে নামবেন। ১৫ তারিখ একাধিক কর্মসূচি আছে। বিজেপির সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠক করবেন। কয়েকজন নেতার সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন বলেও সূত্রের খবর। পয়লা বৈশাখের দিন অমিত শাহ দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে পারেন। ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন। তাই বঙ্গ বিজেপির রুটম্যাপ তৈরি করে দিতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে সূত্রের খবর।