• ৬০ বছর বয়স পর্যন্ত কাজের অধিকার রয়েছে, শিক্ষামিত্রদের নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৫
  • শিক্ষামিত্রদের নিয়ে রাজ্যের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুক্রবার বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর নির্দেশ বহাল রাখল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। শিক্ষামিত্রদের ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করার অধিকার রয়েছে বলে স্পষ্ট জানাল আদালত।

    ২০০৪ সালে সর্বশিক্ষা অভিযানের আওতায় শিক্ষামিত্র নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। পিছিয়ে পড়া, স্কুলছুট ছাত্রছাত্রীদের পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল শিক্ষামিত্রদের। মাসিক ২৪০০ টাকা করে ভাতা পেতেন শিক্ষামিত্ররা। তবে, ২০১৩ সাল থেকে শিক্ষামিত্রদের পদ পরিবর্তন করে সরকার তাঁদের স্বেচ্ছাসেবক করে দেন।

    এর পর ২০১৪ সালের এপ্রিল মাস থেকে শিক্ষামিত্রদের ভাতা বন্ধ করে দেয় রাজ্য সরকার। ৬০ বছরের আগেই চাকরি থেকে অবসরের কথাও জানিয়ে দেওয়া হয়। রাজ্যের এই পদক্ষেপের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দায়ের হয় মামলা। ২০২৩ সালের ২৬ এপ্রিল রাজ্যের আবেদন খারিজ করে দেয় বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর সিঙ্গল বেঞ্চ। বকেয়া বেতন মিটিয়ে সবাইকে কাজে ফেরানোর নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। এ দিন সেই আবেদনও খারিজ করে দেওয়া হলো।

    ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শিক্ষামিত্ররা ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন। যে বেতন আটকে রয়েছে, তা ফেরত দিয়ে দিতে হবে রাজ্যকে।

  • Link to this news (এই সময়)