ন’জন শিক্ষক আর একজন শিক্ষাকর্মী, সব মিলিয়ে ১০ জনের চাকরি গিয়েছে নদিয়ার পলাশী হাই স্কুলে। শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে এ বার পথে নামল ওই স্কুলের ছাত্রছাত্রীরা। শিক্ষকদের পুনরায় নিয়োগের দাবিতে স্কুল থেকে পলাশী মনুমেন্ট পর্যন্ত মিছিল ছাত্রছাত্রীদের।
এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে উত্তাল রাজ্যের রাজনীতি। এর মাঝে পলাশী হাই স্কুলের ছাত্রছাত্রীরা শুক্রবার হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করলেন। স্কুলের দশম শ্রেণির এক ছাত্রী বলেন, ‘চাকরিহারা শিক্ষকদের বেশিরভাগ বিজ্ঞান বিভাগের। সামনেই মাধ্যমিক, তাই শিক্ষকদের সাহায্য ছাড়া পরীক্ষা দেওয়া সম্ভব নয়। আমরা চাই যোগ্য শিক্ষকদের আবার বিদ্যালয়ে ফিরিয়ে আনা হোক।’
পলাশী হাই স্কুলের প্রধান শিক্ষক বলেন, ‘নয় জন শিক্ষক আর একজন শিক্ষাকর্মী মিলিয়ে ১০ জনের চাকরি গিয়েছে। এই পরিস্থিতিতে আমাদের বিজ্ঞান বিভাগের অবস্থা খুবই খারাপ। আমরা খুব সমস্যায় পড়েছি। আমাদের স্কুল থেকে যে শিক্ষকরা চাকরিহারা হয়েছেন, তাঁরা সকলেই খুব দক্ষ ছিলেন। তাঁরা চলে যাওয়ায় আমরা খুব মর্মাহত। তার বিরুদ্ধেই আজকে ছাত্রছাত্রীদের এই প্রতিবাদ মিছিল।’