লাইন মেরামতির কাজের জন্য ফের ট্রেন বাতিলের ঘোষণা। টানা প্রায় সাত ঘণ্টার জন্য শিয়ালদহ ডানকুনি শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু ট্রেনের ছাড়ার সময়সীমা এবং রুট বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেল একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, শিয়ালদহ-ডানকুনি শাখায় দমদম জংশন লাগোয়া অংশে লাইনে মেরামতির কাজ করা হবে। সেই কারণে শনিবার রাত ১১টা ৪০ মিনিট থেকে রবিবার সকাল ৬টা ৪০ মিনিট পর্যন্ত ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। মোট পাঁচ জোড়া শিয়ালদহ-ডানকুনি ট্রেন বাতিল করা হয়েছে।
শিয়ালদহ-ডানকুনি ছাড়াও শিয়ালদা-বনগাঁ আপ ও ডাউন লোকাল এবং শিয়ালদা-হাবরা আপ ও ডাউন লোকাল বাতিল রাখা হয়েছে। বেশ কিছু দূরপাল্লার ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস এবং উত্তরবঙ্গ এক্সপ্রেস নৈহাটি ব্যান্ডেল হয়ে চলাচল করবে। এছাড়া শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস শনিবার পুরী থেকে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের পরিবর্তে রাত ১০টা ২৫ মিনিটে ছাড়বে।
অন্যদিকে হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ৬ এপ্রিল ওভারহেড ও ট্র্যাকে রক্ষণাবেক্ষণের কাজের জন্য বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া চন্দনপুর শাখায় ৩৬০৩৩, ৩৬৮২৫ ও ডাউন ৩৬০৩৪, বর্ধমান থেকে হাওড়া ৩৬৮৩৪, ডানকুনি থেকে ৩২২২৮, ৩২২৩২ টরেন্টগুলি বাতিল করা হয়েছে।