• হারমোনিয়ামের বেল্টে ফাঁস লেগে বিপত্তি, শিলিগুড়িতে পড়ুয়ার রহস্যমৃত্যু
    এই সময় | ০৫ এপ্রিল ২০২৫
  • হারমোনিয়ামের বেল্টে ফাঁস লেগে মৃত্যু এক পঞ্চম শ্রেণির পড়ুয়ার। শুক্রবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে শিলিগুড়িতে। মৃত পড়ুয়ার নাম শ্রীধন বর্মন (১০)। তবে ওই কিশোরের গলায় ফাঁস লাগল কী ভাবে, তা নিয়ে সন্দিহান পরিবারের লোকজন।

    শ্রীধন শিলিগুড়ি লাগোয়া সাহুডাঙির কামাতপাড়া এলাকার বাসিন্দা। গত সপ্তাহে শুক্রবার স্কুল থেকে ফেরার পরে একাই বাড়িতে ছিল। ফলত, কী ভাবে ফাঁস লাগল সেটা স্পষ্ট নয় পরিবারের সদস্যদের কাছে। তাঁরা জানিয়েছেন, বাড়ির দেওয়ালে লটকানো হারমোনিয়ামের বেল্টের ফাঁসে ঝুলছিল তার দেহ।

    পরিবারের দাবি, ওই কিশোর হারমোনিয়াম বাজাতে পারত না। ফলে কেন সে হারমোনিয়ামের কাছে গেল সেটাও স্পষ্ট নয়। পরিবারের লোকেরা যখন টের পান, তখনও সে জীবিত ছিল। পরিবারের লোকেরাই হাসপাতালে নিয়ে যান। টানা সাত দিন যমে মানুষে টানাটানির পরে এ দিন সকালে বাচ্চাটির মৃত্যু হয়।

    বাচ্চাটির বাবা কৃষ্ণ বর্মন বলেন, ‘ঘটনার সময়ে দোকানে ছিলাম। পরে জানতে পারি।’ ছাত্রটির দাদু সুদাম বর্মন বলেন, ‘ঘটনার সময়ে আমি অন্য একটা ঘরে ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে উঠে দেখি এই কাণ্ড।’ বাচ্চাটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • Link to this news (এই সময়)