আজকাল ওয়েবডেস্ক: অনেকদিন ধরেই সন্দেহ ছিল কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছিল না। সুযোগ বুঝে মা-বাবার ঘরে সিসিটিভি ক্যামেরা লুকিয়ে রেখেছিল ছেলে। সেই ক্যামেরাতেই ধরা পড়ল হাড়হিম করা ঘটনা। আর তাতেই ভেঙে গেল একটি গোটা পরিবার।
মধ্যপ্রদেশের ইন্দোরে একটি পরিবার এক ভয়াবহ অগ্নিপরীক্ষার মুখোমুখি হয়েছে। বাবাকে প্রতিদিন তাদের মাকে মারধর করতে দেখে শিশুরা মানসিকভাবে ভেঙে পড়েছে। ভয় সত্ত্বেও ছেলেটি তার মাকে যন্ত্রণার পরিবেশ থেকে পালাতে সাহায্য করার সাহস খুঁজে পেয়েছে। সূত্রের খবর, গোপন ক্যামেরা ব্যবহার করে ছেলেটি তার বাবার সহিংস কর্মকাণ্ড গোপনে রেকর্ড করেছিল। এই প্রমাণের ভিত্তিতে, ওই মহিলা এখন তাঁর স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে।
পুলিশের কাছে ওই ভিডিওটি জমা দিয়েছেন। ফুটেজে তার স্বামীর নৃশংস আচরণের কীর্তি দেখা গিয়েছে। দেখা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তি এক মিনিটের মধ্যে তাঁর স্ত্রীকে একাধিকবার চড় মারছেন। ঘরে উপস্থিত ছেলেটিকে তাদের ছেলেকে দৃশ্যত ভীত দেখাচ্ছিল। তাঁদের মেয়ে বিছানায় বসে গোটা ঘটনা দেখছিল। এমনকি পোষ্য কুকুরটি এই নির্মম অত্যাচার থামাতে চেষ্টা করছিল। ছেলেটির উপস্থিত বুদ্ধির ফলে লুকিয়ে রাখা ক্যামেরায় গোটা ঘটনাটি ধরা পড়েছে।
পুলিশের কাছে বছরের পর বছর ধরে চলে আসা অত্যাচারে ঘটনার বর্ণনা দিয়েছেন ওই মহিলা। সন্তানদের বুদ্ধিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তিনি। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ভিডিও ফুটেজটি জমা নেওয়া হয়েছে পরীক্ষার স্বার্থে।