• ভারতীয় ন্যায় সংহিতা আইনে রাজ্যে প্রথম খুনের মামলায় সাজা, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ...
    আজকাল | ০৫ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: খুনের মামলায় যাবজ্জীবন সাজা ঘোষণা করল আদালত। নদীয়া জেলার ফুলিয়ায় রানাঘাট মহকুমা আদালত শুক্রবার এই সাজা ঘোষণা করল। দেশে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস অ্যাক্ট চালু হওয়ার পর খুনের মামলায় এটাই প্রথম সাজা বলে জানিয়েছেন এই মামলায় রাজ‌্য সরকারের আইনজীবী বিভাস চ্যাটার্জি। 

    তিনি বলেন, 'বিএনএস অ্যাক্ট চালু হওয়ার পর খুনের মামলায় রাজ্যে এই প্রথম কাউকে সাজা দেওয়া হল। এক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বলতে বোঝানো হয়েছে আমৃত্যু কারাবাস।' 

    ঘটনা ঘটেছিল ২০১৪ সালে।‌ ওই বছর ৮ সেপ্টেম্বর ফুলিয়ার একটি পেট্রোল পাম্পে একটি গাড়ি তেল নেওয়ার পর দাম না দিয়ে পালানোর সময় পাম্পের কর্মী বিশ্বজিৎ দাস চাকার তলায় পিষ্ট হন। তাঁকে অন্যান্য কর্মীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তদন্তে নামে পুলিশ। 

    রাস্তার ধারের বেশ কয়েকটি সিসিটিভির ফুটেজ দেখে ঘাতক গাড়িটির সন্ধান পায়। খোঁজ করে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে। দীর্ঘ সাত মাস ধরে চলে শুনানি। দু'পক্ষের বক্তব্য শোনার পর বৃহস্পতিবার আদালত তিনজনকে দোষী সাব্যস্ত করে। শুক্রবার সাজা ঘোষণা করা হয়। এই মামলায় সরকারি আইনজীবীর ভূমিকা যথেষ্টই প্রশংসনীয় বলে জানিয়েছেন নদীয়ার পুলিশ সুপার।
  • Link to this news (আজকাল)