• ভারতসেরা বাংলা! উৎপাদনক্ষমতায় দেশের সেরা রাজ্যের দুই বিদ্যুৎকেন্দ্র...
    আজকাল | ০৫ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ফের বাংলার জয়জয়কার। উৎপাদনক্ষমতায় দেশের ২০১টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে সেরা হয়েছে বাংলার দুটি কেন্দ্র। শুক্রবার নিজের এক্স হ্যান্ডলে এই কথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পুরুলিয়ার সাঁওতালডিহি ও বক্রেশ্বর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়া উৎপাদন ক্ষমতার বিচারে সাগরদিঘি এবং ব্যান্ডেল দেশের মধ্যে চতুর্থ ও নবম। প্রথম দশের মধ্যে বাংলারই চারটি বিদ্যুৎকেন্দ্র রয়েছে।

    মুখ্যমন্ত্রী লিখেছেন, ''আমরা আবারও সেরা! ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (সিইএ) দেশের ২০১টি তাপবিদ্যুৎ কেন্দ্রের বার্ষিক র‍্যাঙ্কিং ঘোষণা করেছে, যা কার্যক্ষম দক্ষতার (পিএলএফ- প্ল্যান্ট লোড ফ্যাক্টর) পরামিতিগুলির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।  ২০২৪-২৫ সালের জন্য, সিইএ আমাদের ডব্লিউবিপিডিসিএল-এর সাঁওতালদিহ তাপবিদ্যুৎ কেন্দ্রকে দেশের সেরা (প্রথম স্থান) কর্মক্ষম তাপবিদ্যুৎ কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে। এই কেন্দ্রে প্ল্যান্ট লোড ফ্যাক্টর ৯৮.৩%। আমাদের বক্রেশ্বর কেন্দ্র (পিএলএফ ৯৩.৩%) দ্বিতীয়, সাগরদিঘি (পিএলএফ ৯০.৮৬%) চতুর্থ এবং ব্যান্ডেল (পিএলএফ ৮৯.৬২%) নবম স্থানে রয়েছে।''

    তিনি আরও লিখেছেন, ''ডব্লিউবিপিডিসিএল একটি সংস্থা হিসেবে (মোট পিএলএফ 88.9%) এনটিপিসি, ডিভিসি, আদানি পাওয়ার, রিলায়েন্স পাওয়ার, টাটা পাওয়ার, টরেন্ট পাওয়ার ইত্যাদির মতো সংস্থাকে ছাড়িয়ে দেশের সেরা সংস্থা হিসেবে বিবেচিত হয়েছে।''

    এই স্বীকৃতির জন্য মমতা সব কৃতিত্ব দিয়েছেন সর্বস্তরের বিদ্যুৎকর্মীদের। তিনি লিখেছেন, ''আমাদের কর্মকর্তা, ইঞ্জিনিয়ার এবং কর্মীর তাঁদের সেরাটা দেওয়ার জন্য এবং রাজ্যকে গর্বিত করার জন্য অভিনন্দন!!"
  • Link to this news (আজকাল)