রাজারহাটে এলোপাথাড়ি গুলি, TMC সব্যসাচী VS TMC তাপস গোষ্ঠীর লড়াই?
আজ তক | ০৫ এপ্রিল ২০২৫
অশান্ত রাজারহাট। ভরদুপুরে চলল গুলি। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। তিন চার রাউন্ড গুলি চলে বলে অভিযোগ করেন স্থানীয়েরা। তাঁদের দাবি, তৃণমূল নেতা সব্যসাচী দত্ত এবং রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলি চলে। তাপসের গোষ্ঠীই সব্যসাচীর অনুগামীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। ঘটনাটি রাজারহাটের নারায়ণপুর এলাকার।
এ প্রসঙ্গে সব্যসাচী বলেন, ‘‘আমি খবর পেয়েছি। কলকাতায় আছি নাহলে যেতাম। প্রশাসনের ওপর পূর্ণ আস্থা আছে। কে, কার অনুগামী জানি না। যে সমাজবিরোধী সে সমাজবিরোধী। আমি ঘটনার কথা শুনেছি। দুষ্কৃতীদের আলাদা কোনও পরিচয় হয় না। দুষ্কৃতীরা দুষ্কৃতীই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের প্রশ্রয় দেন না।’’
পাল্টা তাপস বলেন, ‘‘রাজারহাট-নিউ টাউনে সকলেই আমার অনুগামী। তাঁরা কেউ দুষ্কৃতী নয়। আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। আজাদের সঙ্গে তো কোনও সমস্যা হয়নি। আমাদের সঙ্গে মতপার্থক্য আছে। পুলিশ তদন্ত করছে। দেখা যাক।"
জানা যায়, আজাদ বাবা নামে এক ব্যক্তির বাড়িতে গুলি চলেছে। আজাদের দাবি, গণ্ডগোলের সূত্রপাত বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচীকে ইদে নিমন্ত্রণ করা নিয়ে। তা নিয়ে ক্ষুব্ধ তাপস। তারপরেই এই ঘটনা ঘটে।