• চৈত্রের বৈশাখের আবাহন, 'বাবু কালচার' ফিরল শহরে...
    ২৪ ঘন্টা | ০৫ এপ্রিল ২০২৫
  • কমলাক্ষ ভট্টাচার্য: চৈত্রেই বৈশাখের আবাহন, তাও আবার খাঁটি বাঙালিয়ানায়! বাঙালির ধূতি পাঞ্জাবির ঐতিহ্য ফেরাতে ক্যরাভানের শুরু হল বালিগঞ্জে সমাজসেবী পুজো প্রাঙ্গনে। উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন বিশিষ্ট অতিথিরা।

    পরিবেশ, স্টল ,আলোকসজ্জা সবকিছুর মধ্যেই বাংলার জমিদারবাড়ির ঐতিহ্য। পুরুষদের পরনে ছিল ধূতি পাঞ্জাবী, আর মহিলারা সেজেছিলেন  ট্রাডিশনাল শাড়িতে। এই ক্যারাভানে অতিথি হিসেবে যাঁদের দেখা গেল, তাঁরা সকলেই শহরের কয়েকটি জমিদার বাড়িরা সদস্য। যেমন, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাড়ি, চোরবাগান জমিদার বাড়ি, শোভাবাজার রাজবাড়ী আর লাহাবাড়ি। 

    প্রতিটি স্টলই মহিলা পরিচালিত। ক্যারাভানের প্রতিষ্ঠাতা অর্ঘ্য দে এবং রাজীব দাস। অর্ঘ্য বললেন, 'কলকাতার অনেক বড় বড় জমিদার বাড়ি এবং বিত্তশালী পরিবার পরিবার টিকে গিয়েছে। কিন্তু সেই বাবু কালচার হারিয়ে যাচ্ছে। মানুষ এখন কেনাকাটা করতে বাজারে না গিয়ে শপিং মলে যায়। চায়ের আড্ডা চলে গিয়েছে ক্যাফেতে। সেই বাবু কালচার ফেরাতে এই উদ্যোগ'।

    রাজীবের কথায়, বাবুরা আর ফিটন গাড়ি করে গঙ্গার পাড়ে হাওয়া খেতে যেতে পারে না। , ট্র্যাডিশনাল জামা কাপড় প্রায় পড়ে না বললেই চলে। সেই কথা মাথায় রেখে এই সমস্ত জমিদার  বাড়ির সদস্যদের ট্রাডিশনাল লুকে ভিন্টেজ কারে করে তাদের বাবু কালচার ঘুরিয়ে দেখালেন, যাতে করে এক টুকরো সেই বাবু কালচার এটার মধ্যে দিয়ে ফিরে পাওয়া যায়'। 

  • Link to this news (২৪ ঘন্টা)