জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসিতে ২৬ হাজার চাকরি বাতিল। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আশ্বাস, 'সর্বতোভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে থাকব। মানবিকভাবেও থাকব, রাজনৈতিকভাবেও থাকব'।
কে যোগ্য, আর কেই-বা অযোগ্য? শেষপর্যন্ত আর বাছাই করা গেল না। SSC মামলায় কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। শিক্ষামন্ত্রী অবশ্য বলেন, 'রায় বলছে, যোগ্য এবং অযোগ্য। সেটা তো এসএসসির দেওয়া তথ্য পরিসংখ্য়ানের ভিত্তিতেই বলা হচ্ছে। যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি, তা নয়। হয়তো তাতে সুপ্রিম কোর্ট সম্পূর্ণত, কোর্ট সেটা বলেওছিলেন, তাঁরা সন্তুষ্ট হচ্ছেন না'। জানান, 'রিভিউ পিটিশন বা ইত্যাদি, এই টেকনিক্যাল প্রশ্নগুলি, এসএসসির ব্যাপার, এসএসসি আইনি ব্যাপারগুলি করবে। যদি আমাদের বিভাগের কাছে সাহায্য চায়, আমরা আইনি পরামর্শ অবশ্যই দেব। তবে সেটা আইনি পরামর্শ নিয়ে দেব'।
এর আগে, গতকাল বৃহস্পতিবারই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, 'যাঁরা বঞ্চিত হয়েছেন, তাঁরা একটি অ্যাসোসিয়েশন তৈরি করেছেন। শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছে যে, তাঁরা সবাই এক জায়গায় একত্রিত হতে চান এবং শিক্ষামন্ত্রী-সহ আমি যদি তাঁদের সভায় উপস্থিত থাকি, তাহলে তাঁরা খুশি হবেন। আমি ৭ তারিখ ১২টা ১৫ নাগাদ তাদের কাছে যাব। তাঁদের কথা শুনব। শুনতে তো কোনও আপত্তি নেই। আর বলতে যাব, ধৈয্য হারাবেন না'।
এদিকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যতজনের বসার ব্যবস্থা রয়েছে, তার থেকে চাকরিহারাদের সংখ্য়া অনেক বেশি। সেক্ষেত্রে যদি ২০-২২ হাজার জনও আসেন, তাহলে কীভাবে তাঁদের বসানো হবে? সূত্রের খবর, আজ শুক্রবার প্রস্তুতি বৈঠক করেছেন তৃণমূলের ৩-৪ জন হেভিওয়েট মন্ত্রী। প্রয়োজনে খুলে দেওয়া হতে পারে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। লাগানো হতে পারে জায়ান্ট স্ক্রিনও।