• স্বামীর বন্ধুর সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্ক! দিঘায় ঘুরতে এসে রহস্যমৃত্যু তরুণীর, খুন নাকি আত্মহত্যা?
    প্রতিদিন | ০৫ এপ্রিল ২০২৫
  • রঞ্জন মহাপাত্র, কাঁথি: বিবাহবহির্ভূত সম্পর্কের জের! ফের দিঘার হোটেলে যুবতীর রহস্যমৃত্যু! রুম থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। প্রেমিকের ও তাঁর বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে মৃত্যু মালদহের তরুণীর। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর নাম চুমকি দাস। বয়স ২৪ বছর। তিনি মালদহের হবিবপুর থানা এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, যুবতী বিবাহিতা। কিন্তু স্বামীর বন্ধুর সঙ্গেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। যা নিয়ে স্বামীর সঙ্গে প্রতিনিয়ত বিবাদ লেগেই থাকত। শেষে শ্বশুরবাড়ি ছেড়ে হবিবপুরে বাপের বাড়িতে থাকতে শুরু করে চুমকি। ফলে স্বামীর ওই বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হয় চুমকির। সোমবার চুমকি ও তাঁর প্রেমিক-সহ চারজন দিঘায় বেড়াতে আসেন। নিউ দিঘার একটি হোটেল ভাড়া নিয়েছিলেন তাঁরা। চুমকির মায়ের দাবি, “ওঁরা দিঘায় ঘুরতে গিয়েছিল সেটা আমরা জানতাম না।”

    বৃহস্পতিবার রাতে চুমকি ছাড়া বাকি তিনজনকে বাইরে বেরতে দেখা যায়। কিন্তু চুমকির শরীর খারাপ থাকায় তিনি বেরনি বলে জানা গিয়েছে। পরে রাতে চুমকির প্রেমিক রুমে ফিরে এসে চুমকির ঝুলন্ত মৃত দেহ দেখতে পান বলে জানিয়েছেন। ঘটনা তাঁরা খাবার রুমে ফেলে  হোটেল ছেড়ে পালিয়ে যান। এদিকে হোটেল কর্মীরা মৃতদেহ উদ্ধার করে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চুমকিকে মৃত বলে ঘোষণা করেন।

    এই ঘটনার পর প্রশ্ন উঠছে তাহলে তাঁকে খুন করা হয়েছে না কি, সম্পর্কের টানাপোড়নের জেরে আত্মঘাতী হলেন তিনি। তাঁর প্রেমিকারা ঘটনার সঙ্গে যুক্ত না থাকলে পালিয়ে গেলেন কেন? পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে।
  • Link to this news (প্রতিদিন)