‘জাল’ ওষুধের প্রভাবে সুস্থ হচ্ছিল না শিশু! পরিবারের বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য সোদপুরে
প্রতিদিন | ০৫ এপ্রিল ২০২৫
অর্ণব দাস, বারাকপুর: জাল ওষুধ বিক্রির অভিযোগ! সেই ওষুধ খাওয়ার কারণেই সুস্থ হচ্চিল না এক বছর আট মাসের শিশু! বৃহস্পতিবার রাতে এমনই অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতি হয় সোদপুর নীলগঞ্জ রোডে। শেষে খবর পেয়ে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানিহাটি পুরসভার ১২নম্বর ওয়ার্ডের সোদপুর নিউকলোনি এলাকার বাসিন্দা শুভঙ্কর সরকার ও পায়েলের সন্তানের ঠান্ডা লাগায় চিকিৎসককে দেখিয়েছিলেন। প্রেসক্রিপশন মেনে প্রথমে নীলগঞ্জ রোডেরই একটি দোকান থেকে ওষুধ কিনেছিলেন তাঁরা। তবুও সন্তান পুরোপুরি সুস্থ না হয় ফের দম্পতি ওষুধ কেনেন, তবে এবার অন্য দোকান থেকে। তখন তাঁরা দেখেন প্রথমবার কেনা ওষুধের সঙ্গে নতুন কেনা ওষুধ মেলেনি। এনিয়ে জিজ্ঞাসা করলে দোকানদার জানায় আগের দোকান জাল ওষুধ দিয়েছে। তখনই দম্পতির ধারণা হয় জাল ওষুধ খাওয়ানোর কারণেই সুস্থ হয়নি তাঁদের সন্তান। বৃহস্পতিবার রাতে দোকানে পৌঁছে তাঁরা ক্ষোভ উপরে দিলে বিবাদ বাঁধে। জড়ো হয়ে যান আশেপাশের মানুষ। শুরু হয় ব্যাপক বিক্ষোভ।
অসুস্থ শিশুর ঠাকুমা নীলিমা সরকার জানিয়েছেন, দুই ফাইল ওষুধ খাওয়ানোর পর ছেলে অন্য একটি দোকান থেকে ওষুধ কিনেছিল। আনার পর বউমা দেখে আগের ওষুধের সঙ্গে মিলছে না। তৎক্ষণাৎ সেই দোকানে গেলে জানা যায়, আগের দোকান ভুল ওষুধ দিয়েছিল। তারপর রাতে প্রথম দোকানে গেলে দেখা যায় প্রেসক্রিপশনে লেখা ওষুধ সেই দোকান দেয়নি। প্রথমে দোকান জাল ওষুধ দিয়েছিল বলেও অভিযোগ তাঁর। পুলিশের তরফে জানানো হয়েছে, কোনও অভিযোগ দায়ের হয়নি। প্রথম দোকানদার বিকল্প ওষুধ দিয়েছিল। বোঝাবুঝি থেকে বিবাদ হয়েছিল, পরে মিটেও গিয়েছে।