মণিরাজ ঘোষ
এসএসসির ২০১৬ বাতিল প্যানেল অনুযায়ী ‘অযোগ্য’দের তালিকায় রয়েছেন খোকন মাহাতো। তিনি শালবনির বিধায়ক ও প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই। যদিও ভাইকে ‘অযোগ্য’ মানতে নারাজ মন্ত্রী। তাঁর দাবি, নিজের মেধাতেই চাকরি পেয়েছেন খোকন। তাঁর এও আশ্বাস, আইনের পথেই যোগ্য প্রার্থীদের চাকরি ফেরানোর ব্যবস্থা করা হবে।
২০২৩ সালের ১০ মার্চ কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে চাকরি হারিয়েছিলেন এসএসসি গ্রুপ-সি’র ৮৪২ জন শিক্ষাকর্মী। ৮৪২ জনের মধ্যে ৭৮৫ জনের বিরুদ্ধে OMR কারচুপি বা বিকৃত করে চাকরি পাওয়ার অভিযোগ ছিল। সেই তালিকায় নাম ছিল শ্রীকান্ত মাহাতোর ভাই খোকন মাহাতোরও।
খোকন ২০১৭ সালে ঝাড়গ্রামের বৈতা শ্রী গোপাল হাইস্কুলের ক্লার্ক (গ্রুপ-সি) হিসেবে যোগদান করেছিলেন। যদিও, কারচুপির অভিযোগ সেই সময়ই উড়িয়ে দিয়েছিলেন মন্ত্রী ও মন্ত্রীর ভাই। ৬ মাসের মধ্যেই সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে চাকরি ফিরে পেয়েছিলেন গ্রুপ-সি, গ্রুপ-ডি থেকে শুরু করে নবম-দশম, একাদশ-দ্বাদশের শিক্ষকরাও। এ বার সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে ভাইয়ের চাকরি যাওয়ার পর একই দাবি করলেন প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো।
শুক্রবার সন্ধ্যায় এই সময় অনলাইন-কে ফোনে শ্রীকান্ত মাহাতো বলেন, ‘সুপ্রিম কোর্ট যোগ্য-অযোগ্য আলাদা করতে পারেনি। তাই সবাইকেই বাদ দিয়েছে। স্কুল সার্ভিস কমিশন আইনের পথ খুঁজে বের করে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেবে।’
তিনি মন্ত্রী বলেই ভাইকে নিয়ে ‘অপপ্রচার’ করা হচ্ছে বলে দাবি করেন শ্রীকান্ত। মন্ত্রী বলেন, ‘আমার ভাই ছোট থেকেই মেধাবী। নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। অঙ্কে স্নাতক। লাইব্রেরি সায়েন্স বিষয়ে সেট পাস করেছে। প্রাইমারি টেট পরীক্ষাতেও পাস করেছিল। ক্লার্কের চাকরি পাওয়ার আগে ভাই দু’টো চাকরি ছেড়েছে। আমি মন্ত্রী বলে সবাই অপপ্রচার করছে।’ মন্ত্রীর ভাই খোকন মাহাতো অবশ্য ফোন ধরেননি!