নিজস্ব প্রতিনিধি, বরানগর: শনিবার বরানগরের কামারপাড়া লেনের একটি বন্ধ ফ্ল্যাটের ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিস। মৃতের নাম কৃশানু দে (৪১)। তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃশানুবাবুর বাবা দীর্ঘদিন আগেই মারা গিয়েছেন। গত ছয় মাস আগে তাঁর মা মারা যান। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এদিন সন্ধ্যেবেলায় বন্ধ ফ্ল্যাটের বাইরে থেকে পরিজনেরা তাঁকে বহুবার ডাকাডাকি করেও সাড়া পাননি। খবর দেওয়া হয় বরানগর থানায়। পুলিস জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।